লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি, তাঁর ছেলে মুতাসিম এবং এক সাবেক
সহযোগীকে আজ মঙ্গলবার একটি মরুভূমির গোপন কবরস্থানে দাফন করা হয়েছে।
ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সূত্রের বরাত দিয়ে আল জাজিরা
টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।
এদিকে মিসরাতায় এনটিসির
সেনা সূত্র জানিয়েছে, দাফনের উদ্দেশ্যে মাংস রাখার হিমঘর থেকে গাদ্দাফি ও
তাঁর ছেলে মুতাসিমের মরদেহ গতকাল সোমবার রাতে সরিয়ে নেওয়া হয়। (সূত্র: অনলাইন)