ব্যবসার নামে ডেসটিনির অশুভ কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ গ্রহণে স্বরাষ্ট্র
মন্ত্রণালয় ও জাতীয় সংসদকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন রাজশাহী-৪ আসনের
সংসদ সদস্য এনামুল হক। সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে
মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) দাড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি
এ দাবি জানান। এ সময় তিনি বলেন, “আমার
নির্বাচনী এলাকা বাগমারায় ডেসটিনি-২০০০ লিমিটেড এনজিওটি সাধারণ মানুষের
সরলতা ও দুর্বলতার সুযোগে ব্যবসার নামে হীনকর্মে নিয়োজিত রয়েছে। ডেসটিনি
তাদের প্রশিক্ষিত কর্মী দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে লোকদের ফুসলিয়ে তাদের
লাভ ও মুনাফার লোভ দেখায়। তাদের পণ্যসামগ্রী কিনে ব্যবসা করাতে বাধ্য করে।
অনেক মুনাফার আশ্বাস দিয়ে ডেসটিনির কাছে টাকা জমা রাখতে বাধ্য করে।” তিনি
আরো বলেন, “পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠানটির ১০০ কোটি সেগুন গাছ রয়েছে
বলে উল্লেখ করে মোটা অংকের লভ্যাংশ দেয়ার লোভ দেখিয়ে সরল লোকদের সঙ্গে
প্রতারণা করছে। এলাকার ও সরকারের অবসরপ্রাপ্ত প্রভাবশালী অনেক লোক এসব
অপকর্মে নিযুক্ত। এভাবে সরল লোকদের কাছ থেকে প্রতিষ্ঠান শত কোটি টাকা
হাতিয়ে নিচ্ছে।” তিনি আরো বলেন, “ডেসটিনির এসব কাজ অসামাজিক ও সমাজের
স্থিতিশীলতার পরিপন্থী তাতে কোনো সন্দেহ নেই। তাই ডেসটিনির এসব কর্মকাণ্ড
বন্ধের দাবি জানানা তিনি।” একই সঙ্গে তিনি, প্রতারক ইউনিপেটু ও যুবকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এনামুল
হকের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “এ বিষয়ে
খোঁজ খবর নিয়ে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এমএলএম প্রতিষ্ঠানের
প্রতারণার মামলাগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।” স্বরাষ্ট্রমন্ত্রী
আরো বলেন, “অল্প সময়ে অধিক মুনাফার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে
লোভ দেখাচ্ছে। একই অভিযোগে ডেসটিনির বিরুদ্ধে মামলার বিষয়টি একজন সংসদ
সদস্য আমাকে জানিয়েছে।”(সূত্র: অনলাইন)