অর্থ সঙ্কটে বন্ধ হয়ে যাওয়ার পথে সারা জাগানো ভিন্ন ধারার গণমাধ্যম উইকিলিকস। ওয়েবসাইটটির
প্রতিষ্ঠাতা প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, অর্থ সঙ্কটে পড়ায় সাইটটি
বিভিন্ন রাষ্ট্রের গোপন নথি প্রকাশ সাময়িক বন্ধ রাখবে। অর্থ লেনদেনের সেবাদানকারী ক্রেডিট কার্ড প্রতিষ্ঠানগুলো উইকিলিকসের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় প্রতিষ্ঠানটি এই সঙ্কটে পড়েছে। এ কারণে ওয়েবসাইটটি ইতোমধ্যে এক কোটি ডলারেরও বেশি তহবিল হারিয়েছে বলে জানিয়েছে উইকিলিকস। সোমবার
লন্ডনে প্রকাশনা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অ্যাসাঞ্জ। এদিন সংবাদ
সম্মেলন করে, উইকিলিকসের জন্য তহবিল সংগ্রহের আবেদন জানাবেন তিনি। সম্প্রতি
মার্কিন গোপন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করে সারা বিশ্বে হৈচৈ ফেলে দেয়
উইকিলিকস। এর পরই যুক্তরাষ্ট্রের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে
ব্যাংক অব এশিয়া, ভিসা, মাস্টারকার্ড এবং ওয়েস্টার্ন ইউনিয়ন উইকিলিকসের
অ্যাকাউন্টে অর্থ লেনদেন বন্ধ করে দেয়। এ কারণে গত বছরের ৭ ডিসেম্বর থেকেই অর্থ সঙ্কটে ভুগছে উইকিলিকস। গত
রোববার এক বিবৃতিতে উইকিলিকস জানায়, ভবিষ্যৎ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য
বাধ্য হয়ে সাইটে গোপন নথি প্রকাশনা সাময়িক বন্ধ করা হচ্ছে। ইতোমধ্যে
আইসল্যান্ড, ডেনমার্ক, ব্রিটেন, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায়
এই অবরোধের বিরুদ্ধে প্রাথমিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে
জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ইউরোপীয় কমিশনে তারা এ ব্যাপারে
অভিযোগ দায়ের করেছেন। ভিসা ও মাস্টারকার্ড বন্ধের ব্যাপারে ইউরোপিয়ান
কম্পিটিশন অথোরিটি তদন্ত শুরু করতে পারবে কি না তার বিষয়ে আগামী নভেম্বরের
মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। তহবিল সংগ্রহের জন্য উইকিলিকস সোমবার একটি ওয়েবসাইট চালু করবে বলে জানানো হয়েছে। (সূত্র: বাংলানিউজ)