ঊণসত্তরের গণঅভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধুর ৭
মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য ছবি তুলে যিনি দেশে-বিদেশে
বাংলাদেশের সংগ্রামের কথা পৌঁছে দিয়ে আমাদের ঋণী করেছিলেন তিনি হলেন আলোক চিত্রীশিল্পী রশিদ তালুকদার। রাজপথে একটি শিশুর মুষ্টিবদ্ধ হাতের
ছবি তুলে যিনি বাঙালির স্বাধিকারের দাবিকে মূর্ত করে তুলেছিলেন তিনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। গত বুধবার স্ট্রোক করার পর তাকে স্কয়ার হাসপাতালে
লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় তা খুলে
ফেলা হয়। গত বছরে তিনি প্রথম বাঙালী হিসেবে আর্ন্তজাতিক ‘পাইওনিয়ার
ফটোগ্রফার অ্যাওয়ার্ড’ পান। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির একটি
কর্মসূচির আওতায় প্রতিবছর বিশ্বের একজন সেরা ফটো সাংবাদিককে এ পুরস্কার
দেওয়া হয়। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকা
শহরে গণহত্যার অসংখ্য ছবি ক্যামেরাবন্দি করেন। মুক্তিযুদ্ধের দিনগুলোতে
মুক্তিবাহিনীর প্রশিক্ষণ শিবিরে ঘুরে ঘুরেও ছবি তোলেন তিনি। ১৯৬২ সালে দৈনিক সংবাদে আলোকচিত্রী হিসেবে যোগ
দেওয়ার মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক ফটো সাংবাদিকতার শুরু। সেখানে একযুগ কাজ
করে ১৯৭৫ সালে যোগ দেন দৈনিক ইত্তেফাকে। সেখানে টানা ২৯ বছর কাজ করে তিনি
অবসরে যান ২০০৭ সালে। কর্ম জীবনে তিনি দেশি-বিদেশি মোট ৭৫টি পুরস্কার পেয়েছেন। আমরা কিংবদন্তীর পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। (সূত্র: অনলাইন)