২৩ অক্টোবর তুরস্কে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দেশটির এরসিস অঞ্চলের ভবনগুলো লন্ডভন্ড হয়ে যায়। এ সময় ভবনের নিচে চাপা পরে অনেক মানুষ মারা যায়। কিন্তু একটি ভবনের নিচ থেকে মাত্র দুই সপ্তা বয়সী একটি শিশুকে
জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দলের সদস্যরা। উদ্ধার পাওয়া শিশুটির নাম আজরা কারাদুমান। ভয়াবহ এ ভূমিকম্পে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬
জনে। উদ্ধারের সময় শিশুটিকে তার মা সেমিহা বুকে জড়িয়ে ছিল বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ভুমিকম্পের দুইদিন পর এমন একটি
উদ্ধার-সাফল্যের খবরে কিছুটা হলেও সবার মনে স্বস্তি এসেছে। ভূমিকম্পের পর তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। (সূত্র: অনলাইন)