২২ অক্টোবর, ২০১১

এক টানে মোনালিসার চিত্রকর্ম

এক টানে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি এঁকেছেন সিঙ্গাপুরের একজন চিত্রশিল্পী। এই শিল্পির নাম চ্যান হোয়ি চং। এ কাজে এতোই যত্ন নিতে হয়েছে যে, একবার ভুল হয়ে গেলে তাকে আবারও তা শুরু থেকে আঁকতে আরম্ভ করতে হয়েছে। হোয়ে চং গণমাধ্যমকে বলেন, ‘আমরা যা ভাবছি, কাজটা তত সহজ নয়। এজন্য আমাদের বহুবার শুদ্ধাশুদ্ধি নিরীক্ষার মধ্যে যেতে হয়েছে। একটি মাত্র রেখায় সেরা সব শিল্পকর্ম অত্যন্ত যত্ন নিয়ে হাত দিয়েই আঁকতে হয়েছে।’গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘আপনারাই কল্পনা করুন, একবার ভুল হয়ে গেলে তা আবারও শুরু করতে হয়েছে। এ প্রকল্পে আমাদের কেবল দক্ষতারই দরকার পড়েনি, উপরন্তু পূর্বাবস্থায় ফিরে যাওয়ার গুণ ও সহিষ্ণুতার প্রয়োজন হয়েছে।(সূত্র: অনলাইন)