প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন তালিকায় থাকতে পারেনি সুন্দরবন। তবে এই আয়োজনের সবশেষ ১৪টি স্থানের মধ্যে রয়েছে সুন্দরবন। প্রাথমিক পর্বের ভোট গণনা শেষে এই তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক আয়োজক সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। প্রাকৃতিক
সপ্তাশ্চর্যে রয়েছে: দক্ষিণ আমেরিকার আমাজন, ভিয়েতনামের হ্যালং বে,
আর্জেন্টিনা ও ব্রাজিলের ইগুয়াজু জলপ্রপাত, দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ,
ইন্দোনেশিয়ার কোমোডো জাতীয় উদ্যান, ফিলিপাইনের পুয়ের্তো প্রিন্সেসা
আন্ডারগ্রাউন্ড রিভার ও দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টা ৭ মিনিটে সেরা সাতটি স্থানের নাম ঘোষণা করা হয়।