আফগানিস্তানের গজনি প্রদেশে বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্কের অভিযোগ এনে
এক বিধবা নারী ও তার মেয়েকে পাথর ছুঁড়ে হত্যা করেছে তালেবান অস্ত্রধারীরা।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।গজনির কাওয়াজা
এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ এলাকাতেই
বিধবা ওই নারী তার মেয়েকে নিয়ে বসবাস করতো। এ ঘটনার সাথে সম্পৃক্ততার
অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, সশস্ত্র একদল লোক ওই তরুণী বিধবার বাড়িতে প্রবেশ করে মেয়েসহ বাইরে এনে পাথর ছুঁড়ে হত্যা করে। কিন্তু প্রতিবেশিরা এ সময় তাদের সহায়তায় এগিয়ে আসেনি কিংবা নিরাপত্তা কর্তৃপক্ষকেও অবহিত করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলে বেশ কয়েকজন ধর্মীয় নেতা ‘ব্যভিচার’ সম্পর্কিত তথ্যের জন্য ‘ফতোয়া’ জারি করেছে। গত বছরের অক্টোবরে গজনিতে শ্বাশুড়িকে হত্যার অভিযোগে এক নারীকে হত্যা করে তালেবান। সা¤প্রতিক বছরগুলোতে গজনিতে সহিংসতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিবিসি
জানিয়েছে, গজনি প্রদেশের অধিকাংশ অঞ্চল তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে। ওই
প্রদেশের ১৮ টি জেলার মধ্যে মাত্র ৭টি জেলা আফগান সরকারের নিয়ন্ত্রণে
রয়েছে। প্রাদেশিক রাজধানীর বেশ কয়েকটি রেডিও স্টেশন নিয়মিত তালেবান সঙ্গীত প্রচার করে থাকে।