১৫ নভেম্বর, ২০১১

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাতের ৪ বছর

চার বছর আগে এই দিনে ১৫ নভেম্বর ২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাত করেছিল আমাদের উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের ওপর। এতে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড় ইতিহাসের সবচেয়ে বেশি বাতাসের গতিসম্পন্ন ঝড় ছিলো এটি। ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত মোট ৪০টি ঘূর্ণিঝড় হয়। এর মধ্যে ১৯৭০-এর ঘূর্ণিঝড়ের পর সিডর ছিল সবচেয়ে প্রবল। অতীতে কোনো ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ২২০ কিলোমিটারের বেশি হয়নি। সিডরের গতিবেগ ছিল ২৩০ কিলোমিটার। এর বিস্তৃতি ছিল ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে। জলোচ্ছ্বাস ছিল ১৫ ফুট। সিডরের সময় ৪ নম্বর সিগন্যাল থেকে সরাসরি ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয় আবহাওয়া অফিস। কারন আবহাওয়াবিদরা নিশ্চিত হয়ে গিয়েছিলেন সময়ের আগেই ঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত করবে। সিডরে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে দীর্ঘ তিন বছরেও স্বস্তিকর কোনো পরিবর্তন আসেনি। মাইলের পর মাইল ভাঙা বেড়িবাঁধ ভাঙাই রয়ে গেছে। ফলে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা দিন দিন কঠিন হয়ে উঠেছে লোনা পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায়।