রাশিয়ার এক
গৃহকর্ত্রী নিজের ফ্রিজের ভেতর দু’বছর যাবৎ লুকিয়ে রেখেছিলেন একটি ভিনগ্রহবাসী প্রাণী। প্রায় দু’বছর আগে অদ্ভুত এই জীবটি গৃহকর্ত্রী কুড়িয়ে পেয়েছিলেন বলে দাবী করেন। কুড়িয়া পাওয়ার পর থেকেই তিনি এটাকে তার ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন বলেও
তিনি জানান। তিনি আরও জানান, আমি যখন এটাকে পেয়েছিলাম তখন এটা
একপ্রকার লোহার তারে জড়ানো এবং যথেষ্ট উত্তপ্ত ছিলো। আমি খুব কৌশলে জীবটিকে
মোড়ক দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে অনেকেই গৃহকর্ত্রীর এই অদ্ভুত জীবটিকে ফ্রিজে রাখা কোনো সবজি বলতেই বেশি পছন্দ করছেন। আবার কেউ কেউ এটাকে স্রেফ একটা গালগপ্পোও বলছেন। আবার অনেকে এটা একটা আসল ভিনগ্রহবাসী বলেও স্বিকৃতী দিচ্ছেন। তবে ঐ এলিয়েনটাকে পরীক্ষা করার উদ্যোগ নিয়েছেন রাশিয়ার সেনাবাহিনী।