যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন আব্রাহাম লিংকনের তামার তলোয়ারটি চুরি করে
নিয়ে গেছে চোর। আব্রাহাস লিংকনের
সমাধিস্থল থেকেই এই চুরি সংঘটিত হয়েছে। তলোয়ারটি লম্বায় তিন ফুট। চুরি হয়ে যাওয়ার বেশ কয়েকদিন পরে লিংকন সমাধি দেখ-ভাল করা কর্তৃপক্ষের নজরে আসে চুরির ঘটনাটি। হাতল ভেঙ্গে তলোয়ারটি নিয়ে গেছে চোর। আসল তলোয়াটি ছিল মূলত ব্রোঞ্জের। তৎকালীন সময়ে বেশিরভাগ ব্রোঞ্জই পাওয়া গিয়েছিল গৃহযুদ্ধ চলাকালীন সময়ের কামান গলিয়ে। লিংকনের ওই ব্রোঞ্জের তলোয়ারটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে ব্রোঞ্জের তলোয়ারের জায়গায় তামা নির্মিত ওই তলোয়ারটি রাখা হয়। চুরি করার জন্য চোরকে অনেক কসরত করতে হয়েছে। তাকে প্রথমে দেয়াল বেয়ে ব্যালকনির ওপর দিয়ে যেতে হয়েছে চুরি
করা জন্য। ১৯৮৭ সালের দিকে একদল বর্ণবাদী লিংকনের সমাধির গায়ে রং করে দিয়েছিল। আর এই কারণে তৎকালীন সময়ে পাঁচ জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। সমাধিস্থলটির সুরক্ষায় আগে রাত্রিবেলায় প্রহরার ব্যবস্থা ছিল। কিন্তু বাজেট ঘাটতির কারণে তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।