২ নভেম্বর, ২০১১

ফের গ্রেপ্তার শীর্ষ নিউজ সম্পাদক

জেল গেট থেকে ফের গ্রেপ্তার করা হয়েছে শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক একরামুল হককে। পূর্বের মামলায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে গেটে আসার সঙ্গে সঙ্গে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে আবারো গ্রেফতার করে। পরে খোজ নিয়ে জানা যায় তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সূত্র জানায়, একরামুল হকের বিরুদ্ধে নতুন করে রমনা থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে তার বিরুদ্ধে দায়েরকৃত চাঁদবাজির মামলায় ২৫ অক্টোবর চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। দুটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। গত ৩০ জুলাই  রাজধানীর মগবাজারের বাসা থেকে একরামুল হককে গ্রেপ্তার করে পুলিশ। একটি চাঁদাবাজী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করা হয়। একরামুল হকের গ্রেফতারের ফলে গত ২১ আগষ্ট শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করা হয়।