২ নভেম্বর, ২০১১

আন্তনগর ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে জনতা




নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন নিহত হওয়ার ঘটনায় বুধবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী  যাত্রীবাহী এগারসিন্দুর আন্তনগর ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল। জানা গেছে, সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ জনতা নরসিংদীর ভেলানগর এলাকায় ট্রেনে আগুন ধরিয়ে দিলে ওই এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনটির ১৩টি বগির মধ্যে ১১টিই পুড়ে গেছে।ফলে ওই রুটে চলাচলকারী সকল ট্রেন আটক পড়েছে। এতে ঈদে ঘরমুখো সাধারণ মানুষ পড়েছে বিপাকে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।এদিকে ঢাকা-চট্টগ্রাম রুটে চারটি আন্তঃনগর ট্রেনসহ আটটি ট্রেন আটকা পড়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের চিফ ট্রেন কন্ট্রোলার সাহেবউদ্দিন।