২ নভেম্বর, ২০১১

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি সই

বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চুক্তি সই হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হলরুম চামেলীতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। রাশিয়ার পক্ষে সই করেন রাশিয়া ফেডারেশনের প্রতিনিধি দলের নেতা রোসাটমের মহাপরিচালক সের্গেই কিরিয়েস্কো। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক সই হয়। চুক্তিটি সই হওয়ায় বাংলাদেশে পারমাণবিক ও বিকিরণ সংক্রান্ত আইনি কাঠামো উন্নয়নসহ ও বিভিন্ন বিষয় শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে দু’দেশের সরকারের সহায়তার পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।