ধরা হচ্ছে বিশ্বের জনসংখ্যা এখন ৭০০ কোটি। তবে প্রতিমুহূর্তেই তা চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে। বিবিসি আপনার জন্মতারিখের ভিত্তিতে বলে দেবে ৭০০ কোটি জনসংখ্যার বিশ্বের আপনার
জন্ম অবস্থান কত? ইউএন পপুলেশন ডিভিশনের কারিগরি ক্যালকুলেটরে এ জনসংখ্যা জরিপ
সফটওয়্যারের হিসাবে আপনিও সঠিক জন্ম তারিখের ভিত্তিতে ৭০০ কোটিতে কত তম
মানুষ তা সহজেই বের করতে পারবেন। বিবিসির www.bbc.co.uk/news/world-15391515 এ লিঙ্কে আপনার জন্মতারিখ নিবন্ধন করে
নেক্সট বাটনে ক্লিক করলেই মুহূর্তেই মিলবে আপনার জন্মসংখ্যা। এ ছাড়াও
দেশভিত্তিক অবস্থান জানতে পরের নেক্সট ক্লিক করে ‘কান্ট্রি’ অপশনে দেশের
নাম লিপিবদ্ধ করে এন্টার বাটন চাপলেই পেয়ে যাবেন দেশের জন্মসংখ্যায় আপনি
কততম। বিবিসি জনসংখ্যার ক্যালকুলেটরটি বলছে বাংলাদেশে প্রতি ঘণ্টায়
৩৫৫ মানব সন্তান জন্ম নিচ্ছে, মারা যাচ্ছেন ১০৩ জন আর প্রবাসী হচ্ছেন ৬৬ জন।