২ নভেম্বর, ২০১১

নরসিংদী পৌর মেয়র গুলিতে নিহত

নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন মঙ্গলবার রাত ৮টার দিকে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।  গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে। রাত সোয়া ১১টার দিকে তিনি মারা যান।  সংবাদ মাধ্যমগুলো জানায় মুখোশধারী ৭/৮ জনের দুর্বৃত্তদল লোকমান হোসেনকে এলোপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা। পৌর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।