বৃহস্পতিবার নেতাজী ইনডোর
স্টেডিয়ামে ১৭তম চলচ্চিত্র উৎসবে মেতে ওঠল কলকাতা। এই উৎসবের উদ্বোধন করলেন শাহরুখ খান এবং শর্মিলা ঠাকুর। হাজার হাজার দর্শকদের সাথে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও মঞ্চে উপস্থিত প্রবীণ, নবীন
শিল্পীদের মধ্যে হারাধন ব্যানার্জি, সাবিত্রী চ্যাটার্জি, শাহরুখ খান,
শর্মিলা ঠাকুর, সন্ধ্যা রায়, সুপ্রিয়া দেবী, রঞ্জিৎ মল্লিক, অর্পণা সেন,
প্রসেনজিৎ ও পরিচালক সন্দীপ রায়। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী জুন মালিয়া ও কোয়েল
মল্লিক। কলকাতার আটটি
প্রেক্ষাগৃহে এ উৎসব চলবে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস অবলম্বনে
হিলদা হিদালগোর অফ লাভ অ্যান্ড আদার ডেমনসকে উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে
এদিন দেখানো হয়। রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে দেখানো হবে
তার কাহিনী অবলম্বনে তৈরি চারটি ছবি অগ্রদূতের ‘খোকাবাবুর প্রত্যাবর্তন,
সত্যজিৎ রায়ের ‘চারুলতা’, তপন সিংহের ‘অতিথি’ এবং পূর্ণেন্দু পত্রীর
‘স্ত্রীর পত্র। ১৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশে প্রতিনিধিত্ব
করছে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা ছবিটি। ১১ নভেম্বর শুক্রবার
বিকাল ৩টায় ছবিটি প্রদর্শিত হবে কলকাতার নন্দনে। গেরিলা প্রদর্শনের
মধ্য দিয়ে উৎসবে এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতার উদ্বোধন হচ্ছে। চলচ্চিত্রটির
দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী হবে যথাক্রমে ১২ ও ১৪ নভেম্বর। বাংলাদেশের
গেরিলা কলকাতায় প্রতিযোগিতামূলক এশিয়ার চলচ্চিত্র বিভাগে ১৫টি ছবির মধ্যে
মনোনয়ন পেয়েছে। এছাড়াও ‘মেহেরজান’ এ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।