আসিফ আকবর
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন। গতকাল তিনি জানান, ‘হঠাৎ করেই
সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। কুমিল্লার নতুন প্রজন্ম এবং শিক্ষিত, সুশীল,
পেশাজীবী ও সাংবাদিক সমাজ আমাকে নির্বাচনে দেখতে চায়। তাদের অনুরোধ আমার
পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। এজন্যই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
গতকাল আসিফ ঢাকায় তার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে আরো জানান, আজ এবং
আগামীকাল তিনি কুমিল্লা শহরে অবস্থান করে প্রাথমিকভাবে গণসংযোগ করবেন। আজ
মঙ্গলবার তিনি মনোনয়নপত্র কিনবেন এবং দু’দিনের মধ্যেই তা জমা দেবেন।তবে
তিনি নিজের দল বিএনপি থেকেই নির্বাচনে অংশগ্রহণ করছেন নাকি স্বতন্ত্র
প্রার্থী হচ্ছেন তা নিশ্চিত করে বলেননি। তিনি বলেন, ‘জনস্বার্থে নির্বাচন
করব। এখানে দলের চেয়ে আমার কাছে জনগণের চাওয়াটাই বড়।’ শেষ মুহূর্তে
নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা প্রশ্ন ছুড়লে আসিফ বলেন, ‘আমার চেয়ে যোগ্য
প্রার্থী পেলে তাকেই সমর্থন জানাব। তবে সেই প্রার্থীকে জনগণের সেবা
নিশ্চিত করতে হবে।’