৫ ডিসেম্বর, ২০১১

তাজমহলে টম ক্রুজ

হলিউডের সেনসেশন হিরো টম ক্রুজ ৩ ডিসেম্বর ভারতের মাটিতে পা রেখেছেন। দিল্লি বিমানবন্দরে তাকে স্বাগত জানান অনিল কাপুর। ভারতে পা রেখেই টম ক্রুজ তাজমহল দেখার আগ্রহ প্রকাশ করেছেন। তাজমহল দেখার প্রতি টম ক্রুজের এই আগ্রহ দেখে অনিল কাপুর মন্তব্য করেন, ‘মিশন ইম্পসিবল’-এর জন্য নয়। মনে হচ্ছে তুমি ‘মিশন তাজমহল’-এর জন্য ভারতে এসেছো। রোববার টমক্রুজ তার নিজস্ব বিমানে চড়ে আগ্রার তাজমহলের দেখতে যান। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেতা অনিল কাপুর এবং টমের সহ-অভিনেতা পল প্যাটন। দিল্লির চাণক্যপুরীর সবচেয়ে দামি মহারাজা স্যুট এ উঠেছেন টম ক্রুজ। টমের জন্য হোটেলটি বিশেষভাবে সাজানো হয়েছে।