৬ ডিসেম্বর, ২০১১

ফেসবুকে জুয়ার আসর

ফেসবুকে নতুন উত্তাপ ছড়িয়েছে  অনলাইন (ক্যাসিনো) জুয়ার আসর । অনলাইন গেম হিসেবে ফেসবুক এবার ক্যাসিনো চালু করার পরিকল্পনা নিয়েছে। এমনটাই বলছে সংবাদ মাধ্যমগুলো। আর্থিকভাবে সবল হতেই এমন পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। দ্য ডেইলি মেইল সংবাদমাধ্যম জানিয়েছে, ই-গেমিং হিসেবে ফেসবুক ‘অনলাইন ক্যাসিনো’ চালু করার ব্যাপারে নীতিগত এবং আর্থিক দিক নিয়ে ভাবছে। প্রথমে যুক্তরাজ্যে এ খেলার পরীক্ষামূলক প্রস্তুতি নেওয়া হবে। এরই মধ্যে বিশ্বের শীর্ষ ২০ জন ক্যাসিনো বিশেষজ্ঞ, পর্যবেক্ষক এবং অনলাইন জুয়ারির সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বলেও সত্যতা পাওয়া গেছে। কাজও এগোচ্ছে দ্রুতই। এ মুহূর্তে ক্যাসিনো শিল্পের দুই বিখ্যাত প্রতিষ্ঠান ‘গেমসিস’ এবং ‘৮৮৮’ উদ্যোক্তাদের সঙ্গেও ফেসবুক যোগাযোগ করেছে।