বিশ্বব্যাপী সর্বাধিক পরিচিত ভিডিও সম্প্রচারের অনলাইন মাধ্যম ইউটিউব। আর এর জনপ্রিয়তাও আকাশচুম্বী। ইউটিউব তাই নিয়ে এসেছে এর নতুন রূপ। নতুন রূপে ইউটিউব এখন
উপস্থিত। নতুন মোড়কে মুড়িয়ে ইউটিউবও উপস্থিত হয়েছে গ্রাহকদের সামনে। নতুন চেহারা পরিমাপের বিষয়ে ফেসবুকে লাইক চেয়ে পাঠায় ইউটিউব। মাত্র ১৭ ঘণ্টায় ইউটিউবের নতুন চেহারায় ফেসবুকের লাইক ভোটব্যাংকে ২ হাজার ২৮০ ভোট জমা পড়েছে। দর্শকদের এটি মোটেও উপভোগ্য কোনো দৃষ্টিভঙ্গি নয়। ইউটিউবের
দর্শকরাও এ পরিবর্তনকে সহজভাবে নিতে পারেননি। গুগল সূত্র জানিয়েছে,
বিশ্বের বহুল প্রচারিত নতুন এ ভিডিও সাইটটি প্রতিদিন ৩০০ কোটিবার ভিজিট করা
হয়।