৪ জানুয়ারী, ২০১২

রবীন্দ্র ভাস্কর্য

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত বর্ষ পালনের অঙ্গ হিসেবে সাড়ে নয় ফুট উচ্চতা বিশিষ্ট রবীন্দ্র ভাস্কর্য স্থাপন করছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা ও ভাস্কর্য বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এটি তৈরি করেছেন। ফাইবারে তৈরি এই ভাস্কর্যটি গড়তে সময় লেগেছে প্রায় সাত মাস। আগামী ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এই ভাস্কর্য স্থাপনের উদ্যোগী হয়েছিলেন।  বিশ্ববিদ্যাল্যের মূল গেট দিয়ে ঢুকতেই নজরে পড়বে রবীন্দ্র ভাস্কর্যটি।