৪ জানুয়ারী, ২০১২

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২১ জানুয়ারি

২১ জানুয়ারি ‘পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১২’ শুরু হচ্ছে । চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। উৎসবটি আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এবারের উৎসবের স্লোগান ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’। এবারের উৎসবে ৪০টি দেশের ২৩৩টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ছবিগুলো প্রদর্শনের সময় সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান ও সেমিনার হলে, ব্রিটিশ কাউন্সিল, অলিয়ঁস ফ্রঁসেজ, হাজারীবাগের কলেজ অব লেদার টেকনোলজিসহ দেশের সকল বিভাগীয় শহরে প্রদর্শন করা হবে।  ১৮ বছর বয়স পর্যন্ত যে কেউ বিনামূল্যে ছবিগুলো উপভোগ করতে পারবে। উৎসবে ছবি প্রদর্শনের পাশাপাশি আরও থাকছে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। ২১ জানুয়ারি বিকেল ৪টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। আয়োজক কমিটি জানিয়েছে শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন সেক্টর কমান্ডার ফোরামের চেয়ারম্যান একে খন্দকার বীর উত্তম।