জনপ্রিয় অভিনেতা অমল বোস আর নেই। ২৩ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর
১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সকালের দিকে তিনি তার রামপুরার বাসায় হার্ট এ্যাটাকে আক্রান্ত হন, দ্রুত রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অমল বোসের জামাতা ইন্দ্রজিৎ সরকার
জানান, একটি ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য সকালের দিকে
তিনি বাসায় জামাকাপড় পরছিলেন। এসময় প্রচন্ড বুকে ব্যথা অনুভব
করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে
নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক অমলবোসকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার
বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই নাতি-নাতনি ও
অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অমল বোস ১৯৪৩
সালে ফরিদপুরের বোয়ালমারীতে জন্ম গ্রহন করেন। ষাটের দশক থেকে তিনি অভিনয় জীবন শুরু করেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ‘নানা’ চরিত্রে অভিনয় করে তিনি
নানা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন।