জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে আসছে পরিবর্তিন। অচিরেই গুগল ভক্তরা নতুন আদলের, নতুন চেহারার গুগল উপভোগ করার
সুযোগ পাবেন। নতুন বছরেই সেই চমক নিয়ে আসার ঘোষণা দিল গুগল। হোম পেজেই গুগল আনবে দৃষ্টিনন্দন পরিবর্তন। সংবাদমাধ্যম গুলো এ তথ্য জানিয়েছে। নিজস্ব অবয়ব আর চিরচেনা সেই লোগোতেও পরিবর্তন আনার
উদ্যোগ নিয়েছে তারা। এরই মধ্যে পরীক্ষামূলক কাজও শুরু করেছে তারা। কিছু দিনর মধ্যেই এই নতুন পরিবর্তিত পেজ দেখবে সবাই। গুগলরে একজন মুখপাত্র জানান, প্রধান পাতার পরিবর্তন
নিয়ে গুগল ২০১১ সাল থেকেই কাজ করে আসছে। আর এর বাস্তবায়ন হবে এ বছর।