দারভিশের লেখা শেষ কবিতা
----------------
।। আমি চাই না, শেষ হোক এই কবিতা / মাহমুদ দারভিশ ।।
বাঙলায়ন: রহমান হেনরী
-------------
আমি চাইনা কখনই শেষ হোক এই কবিতা
চাই না কোনও সুনির্দিষ্ট লক্ষ থাকুক এর
চাই না নির্বাসনের বা কোনও এক রাষ্ট্রের মানচিত্র হয়ে উঠুক এই কবিতা
মিলনাত্মক পরিণতিতে বা মৃত্যুর মধ্য দিয়ে, যে ভাবেই হোক না কেন
এই কবিতার সমাপ্তি চাই না আমি
আমি চাই এই কবিতাটি ঠিক তেমনটিই হয়ে উঠুক যেমনটি প্রত্যাশা তার নিজের:
হয়ে উঠুক অন্য কারও কবিতা, আমার প্রতিপক্ষের কবিতা, আমার সহযোদ্ধাদের কবিতা...
আমি চাই, এই কবিতা হয়ে উঠুক আমার ভাই ও শত্রুর কাছে মোনাজাতের এক ভাষা।
যেন, এর ভেতর থেকে যে আহ্বান জানাচ্ছে সে আমি, উপস্থিতিহীন এক বক্তা।
ঠিক যেন, এর উচ্চারণে সৃজিত প্রতিধ্বনিই আমার দেহকাঠামো, আর এ রকম যে,
আমিই আসলে তুমি ও তোমরা, কিংবা আমরা নই অন্যরা,
যেন আমি মানেই আমার ভেতরের অন্য আরেক আমি।
----------------
----------------
।। আমি চাই না, শেষ হোক এই কবিতা / মাহমুদ দারভিশ ।।
বাঙলায়ন: রহমান হেনরী
-------------
আমি চাইনা কখনই শেষ হোক এই কবিতাচাই না কোনও সুনির্দিষ্ট লক্ষ থাকুক এর
চাই না নির্বাসনের বা কোনও এক রাষ্ট্রের মানচিত্র হয়ে উঠুক এই কবিতা
মিলনাত্মক পরিণতিতে বা মৃত্যুর মধ্য দিয়ে, যে ভাবেই হোক না কেন
এই কবিতার সমাপ্তি চাই না আমি
আমি চাই এই কবিতাটি ঠিক তেমনটিই হয়ে উঠুক যেমনটি প্রত্যাশা তার নিজের:
হয়ে উঠুক অন্য কারও কবিতা, আমার প্রতিপক্ষের কবিতা, আমার সহযোদ্ধাদের কবিতা...
আমি চাই, এই কবিতা হয়ে উঠুক আমার ভাই ও শত্রুর কাছে মোনাজাতের এক ভাষা।
যেন, এর ভেতর থেকে যে আহ্বান জানাচ্ছে সে আমি, উপস্থিতিহীন এক বক্তা।
ঠিক যেন, এর উচ্চারণে সৃজিত প্রতিধ্বনিই আমার দেহকাঠামো, আর এ রকম যে,
আমিই আসলে তুমি ও তোমরা, কিংবা আমরা নই অন্যরা,
যেন আমি মানেই আমার ভেতরের অন্য আরেক আমি।
----------------