রংপুরকে দেশের দশম সিটি কর্পোরেশন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোববার নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই এ সিটি কর্পোরেশনের যাত্রা শুরু
হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান রোববার
জানান, গত ২৮ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা
হয়েছে। আইন অনুযায়ী, প্রজ্ঞাপন জারির ১৮০ দিনের মধ্যে নতুন এ সিটি
কর্পোরেশনে নির্বাচন দিতে হবে। এ লক্ষ্যে শিগিররই রংপুর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হবে বলে জানান সচিব। রংপুরকে
সিটি কর্পোরেশনকে ঘোষণার দাবিতে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরেই আন্দোলন
চালিয়ে আসছিলেন। নতুন অর্থবছর থেকেই এ কর্পোরেশনের জন্য বরাদ্দ রাখারও
দাবি জানিয়ে আসছিলেন তারা। রংপুর পৌরসভা ছাড়াও রাজেন্দ্রপুর,
সাতগাড়া, হরিদেবপুর, উত্তম, দর্শনা, তামপাট, তপোধন, সদ্যপুষ্করনী, পরশুরাম,
চন্দনপাট, কাউনিয়া উপজেলার সারাই এবং পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন নিয়ে
গঠিত হচ্ছে এই সিটি কর্পোরেশন। রংপুরকে সিটি কর্পোরেশন করা আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।
