২৭ ডিসেম্বর, ২০১০
আলতাফ হোসেনের পরিবারকে পাঁচ লাখ টাকার আর্থিক অনুদান দেবে ডাচ্ বাংলা ব্যাংক
আফগান জঙ্গিদের গুলিতে নিহত পাবনার বেড়া উপজেলার খানপুরা চরপাড়া  গ্রামের প্রকৌশলী কাজী আলতাফ হোসেনের পরিবারকে পাঁচ লাখ টাকার আর্থিক  অনুদান দেবে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড। সোমবার ডাচ বাংলা ব্যাংকের পাবনা শাখা’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে  ব্যাংকের পক্ষ থেকে নিহত কাজী আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং  নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। আলতাফ হোসেনের মৃত্যুতে তার একমাত্র শিশু কন্যার ভবিষ্যত জীবন যাতে  বাধাগ্রস্থ না হয় এবং শিক্ষা জীবন নির্বিঘ্নে সম্পন্ন করে সমাজে মাথা উচুঁ  করে দাঁড়াতে পারে সেজন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডাচ্ বাংলা ব্যাংক  লিমিটেড’র পক্ষ থেকে পাঁচ লাখ টাকার অনুদান ঘোষনা করেছে। (সূত্র: অনলাইন)
