৩০ মে, ২০১৪

‘পর্নো ভিডিও ‘ প্রতিহিংসার শিকার আঁখি আলমগীর

ইন্টারনেটের অপব্যবহার করে খুব সহজেই মিলছে তারকাদের চেহারা সাদৃশ্য বা কাছাকাছি কারো ভিডিও বা ছবি। আর তারপরেই সেইসব ছবি বা ভিডিও ব্যবহার করে বানানো হচ্ছে কিছু মনগড়া কাহিনী বা গপ্পো , আর  তাতেই বাজিমাত হয়ে যায় । লাক্সতারকা মেহজাবিন, অভিনেত্রী তিসার  পর এবার সেইরকম এক প্রতিহিংসার শিকার হলেন গায়িকা আঁখি আলমগীর।

বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আঁখি আলমগীরের পর্ণো ভিডিও নিয়ে তোলপাড়! নিয়ে একটা খবর বেশ ফলাও করে প্রচার হচ্ছে। সেই খবরে বলা হচ্ছে আঁখি আলমগীরে এই পর্নো ভিডিও নাকি  ‘টক অব দ্য আমেরিকা’য় পরিণত হয়েছে ।

সেইসব খবরে এমনও বলা হচ্ছে, ১৮ মিনিট ৩৬ সেকেন্ডের পর্নো ভিডিওটি আঁখির জ্ঞাতসারেই করা হয়েছে-এটি বুঝা যায় শুরুতে ক্যামেরার দিকে তাকিয়ে টা টা করতে দেখে। এরপরেই খবরটিতে পর্নো ভিডিওর  সকল খুঁটিনাঁটি সম্পর্কে  রগরগে কিছু বর্ননা দেওয়া হয়েছে।


তবে  অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি প্রকৃতপক্ষে আঁখি আলমগীরের নয়, ভিডিও টি ভারতের তামিলনাড়ুর । ভিডিওটির ব্যকগ্রান্ডে প্রথমে হিণ্দীগান থাকলেও বর্তমানে গ্রহনযোগ্যতা আনার জন্য ব্যাকগ্রান্ডে সংযোগ করা হয়েছে বাংলা গান। ভিডিওটি ভারতীয় বিভিন্ন প্রাপ্ত বয়স্ক সাইটে ২০০৮ সাল থেকেই রয়েছে।