১১ জুলাই, ২০১৪

মেসি ভক্ত


আর্জেন্টাইন তারকা মেসিতে মজেছে গোটা বিশ্ব। তাহলে বলিউডই বা তা থেকে দুরে থাকবে কেন?

না, মেসি থেকে দুরে না বলিউডও। তাইতো খোলামেলা বুকে মেসির ট্যাটু আঁকিয়ে ঘুরে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী তথা মডেল নাতালিয়া কোঝেনোভা।

দেখে নিন নাতালিয়ার সেই হট ছবিগুলো।