৩১ জানুয়ারি, ২০১৬

অচেনা এক পৃথিবী দেখুন আকাশ থেকে

ফোন অথবা কম্পিউটার থেকে চোখ সরিয়ে শেষ কবে আশেপাশের পৃথিবী দেখেছেন? অবশ্য আশেপাশের পৃথিবী দেখার মাঝে কী-ই বা আছে বলুন। নেহায়েত ইট-সিমেন্টেরজঙ্গল। কিন্তু আমরা যেভাবে পৃথিবী দেখি, পাখির চোখে কিন্তু পৃথিবীটাএকেবারেই আলাদা। অন্যভাবে বলতে গেলে, মাটি থেকে ওপরের দিকে উঠলেই পৃথিবীটারআদল বদলে যাবে আপনার চোখে। খুব পরিচিত পৃথিবীটাকেই তখন অন্যরকম মনে হবে।চোখ জুড়ানো সব জায়গাগুলোর সৌন্দর্য আরো একবার ধরা পড়বে। আকাশ থেকে দেখে নিনতেমনই নয়নাভিরাম পৃথিবীর দৃশ্য।
১) সুইজারল্যান্ডের বার্ন। শহরটি গড়ে উঠেছে আরি নদীর আলিঙ্গনে।













২) চীনের ধানক্ষেত। পাহাড় কেটে ধাপে ধাপে তৈরি করা হয়েছে এই ক্ষেতগুলো।












৩) মালদ্বীপের রাজধানী, মালি। সাগরের মাঝে এমন সুরম্য এক শহর, ভাবা যায়?



 






৪) প্রথম দেখায় বিভ্রান্তি লাগবে। কী হতে পারে এটা? এই নীল জলাশয় হলো পোল্যান্ডের পোমেরানিয়ার এক লেক।













৫) তুরস্কের মেস্কান্দির ভ্যালি। যেন এক টুকরো কাপড় কেউ দলামোচড়া করে ফেলে রেখে গেছে।