২৯ ডিসেম্বর, ২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড
ফ্রান্সের প্যারিসে নয়, বাংলাদেশেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবুজ বৃক্ষে আচ্ছাদিত একটি রাস্তার নাম ‘প্যারিস রোড’। বিশ্ববিদ্যালয়ের মূল অবকাঠামো নির্মাণকালেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি করা হয় এই প্যারিস রোড। গগনসিঁড়ি নামের গাছ দিয়ে রাস্তার দু পাশ সজ্জিত, আর এই গাছগুলো ফ্রান্সের প্যারিস থেকে আনা হয়েছিল, তারই সূত্র ধরে রাস্তাটির নামকরণ করা হয় প্যারিস রোড। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে শুরু হয়ে পশ্চিমপাড়া ঘেঁষে রোডটি শেরে-ই-বাংলা হল পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এই রোড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রয়েছে রাস্তাটির আবেগমিশ্রিত গুরুত্ব। বিকেল হলেই শিক্ষার্থীরা তাদের প্রিয়জনদের নিয়ে রাস্তার দু পাশে আড্ডা দেয়। (সূত্র: অনলাইন)
