২৯ ডিসেম্বর, ২০১০
ডিএসইসি নির্বাচনে সভাপতি মুকুল তালুকদার
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদে মুকুল তালুকদার (আমার দেশ) সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে মো. আল-মামুন (ইত্তেফাক) এবং এ কে এম সাখাওয়াত হোসেন (বৈশাখী টেলিভিশন)। সোমবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। মোট ৮৯৭ ভোটারের মধ্যে ৬৪০ জন ভোট দেন। এর আগে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি মুকুল তালুকদারের সভাপতিত্বে বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক সুমন ইসলাম এবং আয়-ব্যয় রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ খায়রুল আলম। কার্যনির্বাহী কমিটির ২১টি পদে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি এনায়েত ফেরদৌস (নিউজ টুডে), যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার সোমা (ইন্ডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ খায়রুল আলম (সমকাল), সাংগঠনিক সম্পাদক মামুন ফরাজী (জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসরিন গীতি (বাংলাভিশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের আহমেদ নবীন (যায়যায়দিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আসিফুজ্জামান (সমকাল), দপ্তর সম্পাদক সাহাদাৎ রানা (এটিএন নিউজ) । সদস্যরা হলেন- দিলরুবা খান (ডেসটিনি), একরামুল ইসলাম বিপ্লব (যুগান্তর), লাভলী হক লাবন্য (আজকালের খবর), সোয়েব আহমেদ (যায়যায়দিন), আমির হামজা চৌধুরী (নয়া দিগন্ত), ইমাম গাজ্জালী (যায়যায়দিন), এটিএম আতিকুর রহমান (বাংলাবাজার পত্রিকা), সারওয়ার হোসেন ভূঁইয়া (বাংলাভিশন), রেজাউল করিম (ইত্তেফাক), জাকির হোসেন ইমন (সমকাল) এবং বশির হোসেন মিয়া (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)। (সূত্র: অনলাইন দৈনিক বাংলানিউজ টুয়েন্টিফোরডটকম)
