২৭ ডিসেম্বর, ২০১০
আফগানিস্তানে জঙ্গিদের গুলিতে নিহত আলতাফ হোসেনের লাশ দাফন
১৭ ডিসেম্বর রাতে দক্ষিণ কোরীয় কোম্পানি সামহোয়ান কর্পোরেশনরের হয়ে আফগানিস্তানের মাজার-ই-শরীফের কাছে কর্মরত ১৭ বাংলাদেশির উপর হামলা চালায় আফগান জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন প্ল্যান্ট অপারেটর কাজী আলতাফ হোসেন।পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের খানপুরা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের (৩২) লাশ রোববার রাত সোয়া ৯টার দিকে তার গ্রামের বাড়ি এসে পৌঁছায়। এসময় নিহতের বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয়-স্বজনদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো গ্রাম। আলতাফের মুখটি শেষবারের মতো দেখার জন্য গ্রামের শ’ শ’ মানুষ ভিড় জমায়। রোববার রাত ১ টায় খানপুরা চরপাড়া ঈদগাহ মাঠে নিহতের জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসানুল মতিন, রূপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানাযা নামাজে অংশগ্রহন করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। (সূত্র: অনলাইন)
