২৭ ডিসেম্বর, ২০১০

সহসাই বন্ধ হচ্ছে না গুয়ানতানামো কারাগার

রোববার হোয়াইট হাউস সাফ জানিয়েছে গুয়ানতানামো বে কারাগার সহসাই বন্ধ করা সম্ভব হবে না । এ কারাগার বন্ধ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যে অঙ্গীকার করেছিলেন তার প্রায় এক বছর পার হয়ে গেছে। তবে ওবামার মুখপাত্র আইনী অনেক জটিলতার কথা জানিয়েছেন। কিউবার দক্ষিণাঞ্চলে অবস্থিত এ কারাগারাটি বন্ধে ওবামার চেষ্টা প্রতিপক্ষদের বাধার মুখে পড়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘এটা (গুয়ানতানামো বে) অবশ্যই আগামী মাসেই বন্ধ করা যাচ্ছে না। আমার মনে হয়, বন্ধ হতে কিছুটা সময় লাগবে।’ ওবামা এ কারাগারটিকে আল কায়েদা সদস্যদের আটকে রাখার জন্য বুশ-যুগের প্রধান প্রতীক হিসেবে বিবেচরা করেন। একমাত্র গুয়ানতানামো কারাগারেই বন্দীদের ওপর ওয়াটার বোর্ডিংসহ নানা রকম আইনবহির্ভূত নির্যাতন চালানো হয়।(সূত্র: অনলাইন)