সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করল জাতীয় সংসদ। এ সংক্রান্ত দুটি দফা সম্বলিত পঞ্চদশ সংশোধনীর বিল পাসের মধ্য দিয়ে নির্দলীয় এই সরকার ব্যবস্থা বিলুপ্ত হল। বৃহস্পতিবার দুপুর ২টা ৫২মিনিটে চলতি ৯ম অধিবেশনের ২৭তম কার্যদিবসের আইন প্রণয়ন পর্বে বিভক্তি ভোটে ওই বিলটি পাস করা হয়। বিলের পক্ষে ২৯১ টি এবং বিপক্ষে ভোট পড়ে মাত্র ১টি। প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ ছাড়াই বহুলালোচিত সংবিধান সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হল। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ ক্ষমতাসীন মহাজোটের প্রায় সকল সদস্য সংসদে উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১ টা ৫২ মিনিটে বিলটি পাসের প্রক্রিয়া শুরু হয়। আইন প্রণয়ন পর্বের শুরুতে স্পিকার আব্দুল হামিদ এডভোকেটের আহবানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ স্থায়ী কমিটির সুপারিশ সম্বলিত সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১ বিবেচনার জন্য প্রস্তাব উত্থাপন করেন। এরপর একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য মো. ফজলুল আজিমের দেয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতির উপর সাধারণ আলোচনা ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ফজলুল আজিম তার প্রস্তাব উত্থাপনকালে বলেন, এই বিলের সবচেয়ে বড় সমস্যা তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি। এ নিয়ে জাতি বিভক্ত হবে। এ ধরণের সংশোধনী সরকারের জন্য আত্মঘাতী হবে। এই দেশের মানুষ আর কোনদিন এ ধরণের রাজনৈতিক দলকে সুযোগ দেবে না। এর আগে তিনি বলেন, এই বিলে বেশ কিছু মৌলিক বিষয়ে হাত দেয়া হয়েছে। যেভাবে তড়িঘড়ি করে এটা চূড়ান্ত করা হল তা কারো কাম্য ছিল না। তিনি প্রশ্ন রেখে আরো বলেন, কেন এত হুলুস্থুল করা হল? এত তাড়া কিসের? এর জবাব দিতে গিয়ে মন্ত্রী ব্যারিস্টার শফিক বলেন, সামরিক ফরমান দিয়ে কিভাবে সংবিধান পরিবর্তন করা হয়েছিল তা উনি (ফজলুল আজিম) ভুলে গেছেন। তিনি দাবি করেন, আজিমের জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব ভিত্তিহীন। এর কোন প্রয়োজন নেই। এরপর কণ্ঠভোটে বিলটি গ্রহণ করা হয়। এর আগে এসব প্রস্তাব সম্পর্কে মাত্র ৫ মিনিট কথা বলার সুযোগ দেয়ায় ওয়াকআউট করেন ফজলুল আজিম। মাত্র ২ মিনিট পরেই অধিবেশন কক্ষে ফেরত আসেন তিনি। এরপর বিলের উপর আনীত ৬৫টি সংশোধনী প্রস্তাব কন্ঠভোটে নাকচ করে এর প্রতিটি ধারা বিভক্তি ভোটে নিস্পত্তি করা হয়। এর আগে এগুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে স্বতন্ত্র সংসদ সদস্য মো: ফজলুল আজিম সর্বোচ্চ ২৩টি, মহাজোট শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ৭টি , একই দলের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ৪টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ৫টি, একই দলের সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ ৫টি, মইন উদ্দিন খান বাদল ১৪ টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)'র আমেনা আহমেদ ৪টি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এরপর বিলের উপর আনীত ৬৫টি সংশোধনী প্রস্তাব কন্ঠভোটে নাকচ করে এর প্রতিটি ধারা বিভক্তি ভোটে নিষ্পত্তি করা হয়। এর আগে এগুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে স্বতন্ত্র সংসদ সদস্য মো. ফজলুল আজিম সর্বোচ্চ ২৩টি, মহাজোট শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ৭টি, একই দলের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ৪টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ৫টি, একই দলের সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ ৫টি, মঈন উদ্দিন খান বাদল ১৪টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)'র আমেনা আহমেদ ৪টি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও সাবের হোসেন চৌধুরী ১টি করে সংশোধনী নিয়ে কথা বলেন। পরে এসব সংশোধনী প্রস্তাবেরও জবাব দেন আইনমন্ত্রী। সংশোধনী প্রস্তাব কন্ঠভোটে নাকচ করার পর ২য় ও প্রতিটি ধারা বিভক্তি ভোটে নিস্পত্তি করার পর ৩ দফা ওয়াকআউট করেন ফজলুল আজিম। প্রতিবারই ১ মিনিট পর অধিবেশন কক্ষে ফিরে আসেন তিনি। প্রায় দেড় ঘন্টার এই প্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ বিলটিও প্রথমে কন্ঠভোটে এবং পরে বিভক্তি ভোটে পাস করা হয়। এর আগে স্পিকার বিভক্তি ভোটের ঘোষণা দিয়ে ২ মিনিট ঘণ্টা বাজানোর নির্দেশ দেন। এরপর সাংসদেরা তাঁদের জন্য নির্ধারিত লবিতে চলে যান। এ সময় লবির বাইরের দরজা বন্ধ করে দেয়া হয়। সংসদ সচিবালয়ের ৪ কর্মকর্তা এ ভোটের কার্যক্রম পরিচালনা করেন। পরে স্পিকার এই ভোটের ফলাফল ঘোষণা করেন। এ সময় ৪র্থ ও শেষ দফা ওয়াকআউট করে অধিবেশন কক্ষে আর ফেরেননি ফজলুল আজিম। বিল পাশের পর সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার। সংসদ নেতার বক্তব্যের আগে স্পিকার বলেন, এয়াবত সংবিধান সংশোধন বিল পাস হয়েছে রাতে। এবারই প্রথম এ বিল পাস হলো দিনের আলোয়। বিলটির ২১তম দফায় বলা হয়েছে "সংবিধানের '২ক পরিচ্ছেদ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার' বিলুপ্ত হইবে।" বর্তমানে সংবিধানের এই পরিচ্ছেদে মূলত ৫৮(খ), ৫৮(গ), ৫৮(ঘ) ও ৫৮(ঙ) অনুচ্ছেদ রয়েছে। আর এসব অনুচ্ছেদেই তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সাংবিধানিক বিধানগুলো রয়েছে। ওদিকে- বিলের ২০তম দফায় সংবিধানের ৫৮ক অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। এর আগে 'নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে কতিপয় বিধানের অপ্রয়োজনীয়তা' শিরোনামে দেয়া ২১ নম্বর সুপারিশে এই অনুচ্ছেদটি বিলুপ্তি করতে বলেছিল সদ্য বিলুপ্ত সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। বিলের ৪৫তম দফায় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পদ বিলুপ্ত করে ১৪৭ অনুচ্ছেদ সংশোধনের এবং ৪৭তম দফায় ১৫২ অনুচ্ছেদ থেকে পদ দুটির সংজ্ঞা বিলুপ্ত করার প্রস্তাব রয়েছে। এবারের সংবিধান সংশোধন প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে এ ব্যাপারে কিছুই বলেননি মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ। এখানে শুধু অসাংবিধানিক পন্থায় ক্ষমতাগ্রহণকারীদের শাস্তি প্রদান ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাবের কথা উল্লেখ করে মন্ত্রী দাবি করেছেন, সংবিধান সংশোধনের এই বিলটি আইনে পরিণত হলে তা 'জনগণের রাজনৈতিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণে মাইলফলক হিসেবে কাজ করবে।' সদ্য পাস হওয়া এই সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১ রাষ্ট্রপতির অনুমোদনে আইনে পরিণত হওয়ার পর সংশোধিত সংবিধান মুদ্রণের কাজ শুরু করবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সংবিধানের এই সংশোধনী পাসের ফলে আগামী সংসদ নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে। সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আগে সংসদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান ছিল। সংসদের মেয়াদের শেষ ৯০ দিন হবে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ ওই সময়ে বর্তমান মন্ত্রিসভাই বহাল থাকবে। তবে তারা শুধু রুটিন (নিয়মিত) কাজ করবে। রাষ্ট্রপতির পরামর্শে নির্বাচন পরিচালনার মূল কাজ করবে নির্বাচন কমিশন। ওই ৩ মাসে সংসদ থাকলেও অধিবেশন বসবে না। প্রসঙ্গত, ১৯৯৬ সালের ২৬ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্ম হয়েছিল। গত ৩টি জাতীয় নির্বাচন এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১ এর প্রতিবেদন সংসদে উপস্থাপন করে সংসদীয় কমিটি। গত ২৫ জুন এটি উত্থাপন করেছিলেন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। গত ২০ জুন এই বিলটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। উল্লেখিত বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বিলটি প্রস্তুত করা হয়। গত ৮ জুন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলসহ ৫১টি সুপারিশ সম্বলিত প্রতিবেদন সংসদে উপস্থাপন করে বিশেষ কমিটি। এরপর এসব সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেয়ার জন্য প্রতিবেদনটি আইন মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেন স্পিকার। এরই প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থাসহ বিভিন্ন সাংবিধানিক ইস্যুতে সরকার ও বিরোধী দলের ঐক্যমত ছাড়াই সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত বিল প্রস্তুতের প্রক্রিয়া শুরু হয়। মন্ত্রিসভা এ বিলের অনুমোদন দেয়ার পর সংবিধানের ৮২ অনুচ্ছেদ অনুসারে এটি সংসদে উত্থাপনের অনুমতি দেন রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান। (সূত্র: শীর্ষ নিউজ ডটকম)
৩০ জুন, ২০১১
২৯ জুন, ২০১১
এবার মোটর সাইকেল উড়বে
এবার মোটরবাইক নিয়ে উড়ে চলে যাওয়া যাবে গন্তব্যে। এটা সম্ভব করছেন যিনি তিনি হলেন অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ম্যালয়। তিনি তৈরি করেছেন বিশ্বের প্রথম উড়ন্ত মোটরবাইক। এ মোটরবাইক তৈরিতে ক্রিস্টোফার ব্যয় করেছেন আড়াই বছর। তার তৈরি এ মোটরবাইক সর্বোচ্চ ১০ হাজার ফুট উপর দিয়ে ঘণ্টায় ১০০ মাইল বেগে উড়তে পারবে। হেলিকপ্টার পাইলট ক্রিস্টোফার ম্যালয় সিডনিতে তার গ্যারেজে এই অবিশ্বাস্য উড়ন্ত মোটরবাইক তৈরি করে তা প্রদর্শনও করেছেন। বিএমডবিস্নউ ইঞ্জিন ও বিশেষ ধরনের কার্বন তন্তুর এয়ারফ্রেম ব্যবহার করে তৈরি করা হয়েছে বাইকটি। এক ট্যাঙ্ক জ্বালানি পুড়িয়ে টানা ৯২ মাইল অথবা ৪৫ মিনিট উড়তে পারবে এ বাইকটি। বাইকটি তৈরিতে চিনুক হেলিকপ্টার ও সাধারণ মোটরবাইকের ফর্মুলা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ক্রিষ্ট্রেফার। তিনি আরও জানান এটা হলো আকাশে ওড়ার নতুন পদ্ধতি। তবে এটি চালাতে হলে হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। (সূত্র: অনলাইন)
২৬ জুন, ২০১১
প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্যের সম্মিলন শুরু
রোববার সকালে বাংলা একাডেমীতে প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন হয়েছে। প্রথম এ সাহিত্য সম্মেলনের স্লোগান ‘দক্ষিণ এশিয়ার সমকালীন সাহিত্য’। রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন এর মদ্য দিয়ে অনুষ্ষ্ঠানের সুচনা, অনুষ্ঠান চলবে তিন দিনব্যাপী। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও চীন থেকে কবি সাহিত্যিকরা এসেছেন বাংলা একাডেমীতে। অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল মাল আব্দুল মুহিত বলেন সহিত্যে এ বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে বেশী। তিনি আরও বলেন, ‘দেশের মৌলনীতিগুলো আমরা কবি সাহিত্যিকদের লেখা থেকেই শিখে থাকি।’(সূত্র: অনলাইন)
২১ জুন, ২০১১
আজ ২১ জুন, শুভ জন্মদিন কবি নির্মলেন্দু গুন
আজ ২১ জুন। কবি নির্মলেন্দু গুনের জন্মদিন। ত্রিমাত্রিক প্রতিভার কবি নির্মলেন্দু গুন। আজকের জন্মদিনে কবি আছেন তার গ্রামের বাড়িতে। নেত্রকোণা জেলার কাশবন গ্রামে। সেখানে তার নিজের তৈরি একটা পাঠাগার ও সংগ্রহশালা আছে, অনেকটা শান্তনিকেতনের মতো। ওখানেই কবি জন্মদিন উদযাপন হচ্ছে। কবি নির্মণলেন্দু গুনের জন্ম দিনে কিংবদন্তীর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা।
এক নম্বরে উঠে এসেছে সুন্দরবন
সপ্তাশ্চর্য নির্বাচনে এক নম্বরে উঠে এসেছে সুন্দরবন। বিশ্বের অন্যান্য প্রাকৃতিক আশ্চর্যকে পেছনে ফেলে সপ্তাশ্চর্য নির্বাচনে ২য় অবস্থানেই রয়েছে ভিয়েতনামের হেলংবে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার জে জু আইল্যান্ড ও চতুর্থ স্থানে রয়েছে ফিলিপাইনের পিপি আন্ডারগ্রাউন্ড রিভার। জার্মানির ব্ল্যাক ফরেস্ট, দক্ষিণ আমেরিকার আমাজান আগের অবস্থান থেকে সরে অনেকটাই নিচে নেমে গেছে। সপ্তাচার্য নির্বাচনের আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ওয়েবসাইটটির ঠিকানা হল www.new7wonders.com উল্লেখ্য, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে তৃতীয় রাউন্ডে উঠে আসা ২৮টির মধ্যে বাদ পড়বে ২১ স্থান। বাকি সাতটি স্থান চূড়ান্তভাবে নির্বাচিত হবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে। সুন্দরবনকে ভোট দেওয়ার সুযোগ আগামী ১১ নভেম্বর শেষ হয়ে যাবে। (সূত্র: অনলাইন)
১৯ জুন, ২০১১
আজ বিশ্ব বাবা দিবস
আজ বিশ্ব বাবা দিবস। আস্থা, ভরসা এবং নির্ভরতার জায়গা বাবা। বাবা মানে বটের ছায়া, স্নেহ-মমতার ছায়াতল, আদর-স্নেহ-শাসন এর বেড়াজাল। বাবা জন্মদাতা, চিরআপন অপরিসীম দায়িত্বের বোঝা মাথায় নিয়ে সন্তান সন্ততি লালন-পালনে বাবা সদা ব্যস্ত। বাবার আদর্শ, পরামর্শ, কর্ম সামনে এগিয়ে যাওয়ার পথ। বাবা মানে কঠিন সিদ্ধান্ত সহজ করে দেন যিনি। বাবা মানে কঠিন সময়ে পাশে দাঁড়ান যিনি। তিনিই এহ জগতের অভিভাবক। তিনি একাধারে পরামর্শক, বন্ধু, সহযোগী। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় 'বিশ্ব বাবা দিবস'। বিভিন্ন দেশে, ঘরে ঘরে সন্তানেরা এই দিনে তাদের প্রিয় বাবাকে একটু আলাদা করে ভালোবাসা ও সম্মান জানায়, দিন শুরু হয় বাবাকে উপহার দেওয়ার মধ্যমে। আবার বাবাও ছেলে-মেয়েদের নিয়ে মেতে ওঠেন আনন্দে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সেনোরা স্মার্ট ডড ছিলেন ভীষণ বাবা ভক্ত। মা হারা সেনোরা চেয়েছিলেন, তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টকে সবাই মনে রাখুক। তখন তার মাথায় এলো বাবা দিবসের চিন্তা। ১৯১০ সালের ১৯ জুন বাবা দিবস হিসেবে পালন করেন তিনি। ব্যাপারটা অনেকের মনে ধরল। আস্তে আস্তে ছড়িয়ে পড়ল অনেকের মাঝে। এরপর ১৯২৬ সালে নিউ ইয়র্কে গঠন করা হলো জাতীয় বাবা দিবস কমিটি। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্ন জুন মাসের তৃতীয় রোববার জাতীয়ভাবে বাবা দিবস ঘোষণা করেন। তারপর ধীরে ধীরে দুনিয়ার বিভিন্ন দেশে পালিত হতে শুরু করে বাবা দিবস। (সূত্র: অনলাইন)
১৭ জুন, ২০১১
বঙ্গোপসাগরে নিম্নচাপ: সারাদেশে বৃষ্টি
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপটি বৃহস্পতিবার রাত নয়টার কিছু পরে গভীর নিম্নচাপে পরিবর্তিত হয়ে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্ত উপকূল এলাকার রায়মঙ্গল নদী এলাকা দিয়ে মূল ভূখন্ডে প্রবেশ করেছে। এর প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারাদেশে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক বৃহস্পতিবার দিবাগত রাত দুটায় বাংলানিউজকে এ তথ্য জানান। নিম্নচাপ মূল ভূখন্ডে প্রবেশ করা সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তিও রাজধানীর আবহাওয়া অফিস মধ্যরাতের পর প্রচার করে। মাহমুদুল হক জানান, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। তিনি বলেন, বৃহস্পতিবার রাত নয়টায় নিম্নচাপটি রায়মঙ্গল নদী এলাকা দিয়ে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে গাঙ্গেয়-পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করে। আবহাওয়াবিদ জানান, গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশের পর আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে সাগর উত্তাল থাকবে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরগুলোকে ০৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। নিম্নচাপটি বিকেল তিনটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। সেসময় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।
আরও দ্রুতগতি হচ্ছে গুগল
বিশ্বের মানুষের কাছে অধিক সমাদৃত গুগল সার্চ ইঞ্জিন। খুব দ্রুত গতি সম্পন্ন এই সার্চ ইঞ্জিনকে আরো দ্রুত গতিতে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে গুগল। আবারও নিজেকে অভিনব উদ্যোগের মাধ্যমে আলোচনা শীর্ষে নিয়ে এল গুগল। সার্চ ইঞ্জিনের গ্রাহক সেবায় আরও গতির সঙ্গে মানোন্নয়ন করতে গুগল এ উদ্যোগ নিয়েছে বলে প্রাতিষ্ঠানিক সূত্রে জানানো হয়েছে। নতুন ‘ইন্সট্যান্ট পেজ’ পদ্ধতির মাধ্যমে মাত্র দু থেকে পাঁচ সেকেন্ডের ব্যবধানে গ্রাহকের সার্চতথ্যের চাহিদা পূরণে করতে সার্মথ্য হবে গুগল। এ গতির সেবা ভয়েস এবং ছবির খোঁজার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ মুহূর্তে প্রতিদিন গুগলের মাধ্যমে ১০০ কোটি তথ্য খোঁজা হচ্ছে। এখনও সার্চ ইঞ্জিন বিশ্বে দাপটেন সঙ্গেই রাজত্ব করছে গুগল। মাইক্রোসফট উদ্ভাবিত ‘বিঙ’ সার্চ ইঞ্জিন এ প্রতিযোগিতার তেমন কোনো সুবিধাই করতে পারেনি। গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর সবশেষ সূত্র মতে, সার্চ ইঞ্জিনের বাজার জনপ্রিয়তায় বিঙ ১৪ এবং ইয়াহু ১৫.৯ ভাগ জনপ্রিয়তা দখলে রাখতে পেরেছি। অন্যদিকে ৬৬ ভাগ জনপ্রিয়তা নিয়ে এখনও শীর্ষ আসনেই আছে গুগল। ইন্সট্যান্ট পেজের কার্যপদ্ধতি সম্পর্কে গুগল জানিয়েছে, প্রিলোড পদ্ধতিতে কাজ করবে এর প্রতিটি পৃষ্ঠা। সব মিলিয়ে পুরো সার্চের বিষয়বস্তু ছবিসহ খুঁজে আনতে গুগল মাত্র পাঁচ মিনিট সময় নেবে। এ সেবার মাধ্যমে গুগল তার শীর্ষস্থানটি আরও সুদৃঢ় করবে। এর ফলে এ প্রতিযোগিতা ইয়াহু এবং বিঙ আরও কঠিন পরীক্ষার মুখে পড়বে বলে বিশ্লেসকরা মনে করছেন।(সূত্র: অনলাইন)
১৬ জুন, ২০১১
মৃত্যুহীন ফিনিক্স পাখি
পৌরাণিক কাহিনী অনুসারে পবিত্র অনলপ্রভা থেকে ফিনিক্স পাখির সৃষ্টি। ফিনিসীয় পুরাণ (বর্তমান লেবানন, সিরিয়া, প্যালেস্টাইন, ইসরাইল), চাইনিজ পুরাণ, গ্রিক পুরাণ এবং প্রাচীন মিসরীয়দের বর্ণনায়ও ফিনিক্স পাখির উল্লেখ পাওয়া যায়। প্রাচীন গ্রিক পুরাণ অনুসারে ফিনিক্স হলো এক পবিত্র 'অগি্ন-পাখি'। আর এটি এমনই পবিত্র আগুনপাখি, যার জীবনচক্র আবর্তিত হয় হাজার বছর ধরে। মনোলোভা স্বর্ণের লেজ এবং লাল, গোলাপি ও নীল রঙের পালক দ্বারা আবৃত ময়ূরসদৃশ এই পাখির প্রকৃত অর্থে কোনো মৃত্যু নেই। হাজার বছর নির্বিঘ্নে বেঁচে থাকতে পারে এরা। যমদূত আসার ঠিক আগেই ফিনিক্স পাখি নিজের বাসা নিজেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর নির্মমভাবে দগ্ধিভূত এই পাখি ও তার বাসার ভস্ম থেকেই জন্ম নেয় নতুন ডিম। প্রাণ পায় নতুন জীবনের, শুরু হয় আবারও জাতিশ্বর ফিনিক্সের অবিনাশী যাত্রা। বেঁচে থাকে আগের জনমের আয়ুষ্কালের মতোই। প্রচলিত লোককাহিনী মতে, ফিনিক্স পাখিকে হিংসুকেরা আঘাত করলে এর পালক থেকেও জন্ম নেয় নতুন প্রাণ। এদের চোখের পানিও বদলে দিতে পারে কারও জীবন। অগি্ন ও পবিত্রতার বদৌলতে এরা মৃত্যু পথযাত্রীদেরও সাময়িক জীবন দেওয়ার ক্ষমতা রাখে। অন্য কাহিনী অনুযায়ী ফিনিক্স পাখির পুড়ে যাওয়া ছাই ডিমের আকারে মমি করে মিসরের সূর্য শহর কিংবা গ্রিসের দ্য সিটি অব সান-এ রেখে দেওয়া হয়। একদিন ওই ছাইয়ের ডিম থেকেই পাখিটি পুনর্জন্ম লাভ করে এবং দেবপাখির প্রতীক হয়ে যায় গ্রিকদের কাছে। ফিনিক্স পাখি খ্রিস্টানদের শিল্পকলা, সাহিত্য ও প্রতীক বাদে খুব দ্রুত পুনরুত্থিত হয় এবং তা খুব জনপ্রিয়ও হয়। খ্রিস্টানরা তাকে তাদের পুনরুত্থান, অমরত্ব ও মৃত্যুর পর জীবিত হওয়ার প্রতীকও মনে করতে থাকে। এই গ্রিক ফিনিক্স পাখি পরবর্তী সময়ে পৃথিবীর অনেক সভ্যতায় ঐশ্বরিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। মিসরীয়রা ফিনিক্সকে বক জাতীয় পাখি মনে করে একে ডাকত বেন্নু পাখি বলে। বেন্নুকে বলা হয় সূর্যদেবতা 'রা' এর আত্মা। পরবর্তী সময়ে রোমান চিত্রকলায় ফিনিক্স ঈগলরূপে প্রতিষ্ঠা পায়। পারস্যের লোককাহিনী অনুযায়ী মহাবীর রুস্তমের বাবা জাল এই প্রতীক পাখিকে সযত্নে লালন করেছিলেন। গৃহহীন এই পাখিকে তিনি পেয়েছিলেন আলব্রুজ পাহাড়ে। লেবানন তাদের প্রাচীন এবং আধুনিক সংস্কৃতির প্রধান বাহক মনে করে ফিনিক্সকে। লেবানন ও বৈরুতের ইতিহাসে এই প্রতীকের ভাস্কর্য সাতবার ধ্বংস ও পুননির্মাণ করা হয়েছে। ফিনিসীয় সভ্যতায় ফিনিক্সের আবাসস্থল থাকত কোনো ঝরনা বা কূপের পাশে। ভোরে গোসল করার সময় ফিনিক্সের গাওয়া গান শোনার জন্য গ্রিক সূর্যদেবতা হেলিয়োস রথ থামাত।
১৫ জুন, ২০১১
রিমিঝিমি রিমিঝিমি রিমিঝিম..
আজ ১৪১৮ এর পহেলা আষাঢ়। সেই সাথে শুরু হলো বর্ষাকাল।বাঙালীর প্রাণের সাথে মিশে থাকা ছয় ঋতুর এক ঋতুকাল। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি দিয়ে শুরু হয়েছে সকাল। দিনভর বৃষ্টিও হয়েছে দেশের কোথাও কোথাও। অনেকদিন পর এমন আষাঢ়ের দেখা মিলল। প্রায় দু'বছর দেশে কোন বৃষ্টির দেখা মিলেছিলোনা, সে ক্ষেত্রে আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টি আশাতিত ঘটনা মনে হচ্ছিল, অনেকটা আষাঢ়ে গপ্পোর মতো শোনা যাচ্ছিল আষাঢ়ের প্রথম বৃষ্টি। তবুওতো বৃষ্টি হলো।আষাঢ় নিয়ে আরো গপ্পো।
১৩ জুন, ২০১১
অভ্যাস-বদভ্যাস
হেয়ার ড্রায়ার ছাড়া ঘুমাতে পারেন না অথবা প্রিয় পুতুলটি ছাড়া কোথাও যান না। এমন কি এর জন্য প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতেও কুণ্ঠাবোধ নেই। আবার কেউ প্রতিদিন নিয়ম করে টয়লেট পেপার খান অথবা হাঁড়ি-পাতিল পরিস্কারের গুড়ো সাবান না খেলে পেটের ভাত হজম হয় না। কারো যদি এমন ধরনের অদ্ভুত অভ্যাস থেকে থাকে তাহলে একে কি নিছক আসক্তি বলা যাবে, নাকি মানসিক বৈকল্য বলবেন। সম্প্রতি এমনই বিচিত্র আসক্তির কয়েকজন মানুষের সন্ধান মিলেছে। টিএলসি টিভির মাই স্ট্র্যাঞ্জ অ্যাডিকশন নামের একটি শো’তে কয়েকজন এসেছিলেন যারা অদ্ভুদ সব আসক্তির (বা অভ্যাস বা মানসিক বিকার; যাই বলুন) গল্প নিয়ে হাজির হয়েছিলেন। লোরি ব্রডি (৩১) প্রতিদিন ঘুমোতে যান একটি হেয়ার ড্রায়ার (চুল শুকানোর যন্ত্র) নিয়ে। এটি ছাড়া তার নাকি ঘুমই আসে না। সেই আট বছর বয়স থেকেই তার এ অভ্যাস। তিনি বলেন, বস্তুটি তাকে খুব আরাম দেয়। এটা তার নিরাপত্তার বস্তু। এর শব্দ এবং সজোরে বেরিয়ে আসা বাতাস তাকে অন্য রকম অনুভতি দেয়। এর মধ্যে আছে তার ভাল লাগা সব কিছুই। অবশ্য তার এ অদ্ভুত অভ্যাসের ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন। তার ধারণা ১০টি শিশুর একটি কোলাহলপূর্ণ পরিবারে বড় হওয়ার কারণে সম্ভবত তার এ অভ্যাস গড়ে উঠেছে। তবে তিনি তার ছোট্ট মেয়েটিকে নিয়ে বেশ চিন্তায় আছেন। সেও না আবার এই বিশ্রী অভ্যাসটা পেয়ে যায়। জশ নামে অপর আরেক যুবক যে আস্ত একটি গ্লাস মুড়ি-মুড়কির মতো চিবিয়ে খেয়ে ফেলে। কোনোভাবেই এ ভয়ঙ্কর অভ্যাস ত্যাগ করতে পারছেন না জশ। বিশেষ করে বৈদ্যুতিক বাল্বের প্রতি তার রয়েছে অদম্য ঝোঁক। টিভি শো’তে আরো দু’জন ছিলেন। এদের মধ্যে কেশা, যে প্রতিদিন নিয়ম করে টয়লেট পেপারের আধখানা রোল খায়। ক্রিস্টাল নামে আরেকজন ছিলেন, যিনি ১২ বছর বয়স থেকে বাসন-কোসন পরিস্কারের গুড়ো সাবান খেয়ে আসছেন। তবে সবচেয়ে মজার এবং আকর্ষণীয় গল্পটি ছিল এপ্রিল ব্রাকারের। ২২ বছর বয়সী এ তরুণী যেখানেই যান না কেন সঙ্গে তার প্রিয় ৮টি পুতুল (পাপেট) থাকবেই। এমনকি কোথাও বেড়াতে যেতে যদি সঙ্গি হিসেবে প্রিয় মানুষ অথবা পুতুলগুলো কোনো একটিকে বেছে নিতে বলা হয়। তাহলে তিনি নির্দ্বিধায় প্রিয় মানুষটিকে ত্যাগ করবেন। তার কথা হলো, ‘পুতুল ছাড়া কোথাও গেলে খুব লজ্জা পাই। এদের ছাড়া থাকাটা আমার জন্য সত্যিই কঠিন।’ তিনি বলেন, ‘ছোট বেলা থেকেই আমি খুব লাজুক। শরীরের অতিরিক্ত ওজনের কারণে আমি লোকজনের সামনে যেতে লজ্জা পাই।’ এসব অদ্ভুত আচরণের ব্যাখ্যায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মাইক ডাউ বলেন, টিভি শোতে দেখানো আচরণগুলো আর দশটা সাধারণ আসক্তির মতোই একই ধরনের আবেগী মনোভাবের কারণে সৃষ্ট।
তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা মানুষ সহজেই বুঝতে পারে।’ ব্রডির হেয়ার ড্রায়ার নিয়ে ঘুমানোর ব্যাখ্যায় তিনি বলেন, যখন সে ঘুমাতে যায় তখন সে নিরাপত্তার প্রয়োজন বোধ করে। সব কিছু ঠিকঠাক আছে কি না ঘুমানোর আগে তা তাকে নিশ্চিত হতে হয় ।
বিশ্বের ক্ষুদ্রতম মানব
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের ক্ষুদ্রতম মানব হিসেবে স্থান করে নিয়েছে ফিলিপাইনের জুনরে বালাউইং। এর আগে এই স্থানে ছিলেন নেপালের খগেন্দ্র থাপা। জুনরের উচ্চতা ৫৯ দশমিক ৯৩ সেন্টিমিটিার। যা খগেন্দ্রর চেয়ে ৭ সেন্টিমিটার কম। খবর ডেইলি মেইলের। রোববার ছিল জুনরে বালাউইংয়ের ১৮তম জন্মদিন। আর ১৮ বছর পূর্ণ হওয়ায় তার হাতে ক্ষুদ্রতম মানবের সনদ তুলে দেয় গিনেস কর্তৃপক্ষ। জুনরে বালাউইং বলে, ‘আমি ছোট। কিন্তু আমি একজন মানুষ। আমার সুন্দর একজন স্ত্রী প্রয়োজন। আমি আশা করি সে আমার চেয়ে লম্বা হবে।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, জুনরের বাড়ি ফিলিপাইনের উপকূলীয় সিন্দাগান গ্রামে। তার ওজন মাত্র ৫ কেজি। এক লিটারের একটি কোকের বোতলের সমান উচ্চতা নিয়ে জুনরের জন্ম। তারপর শরীর কিছুটা বড় হলেও মাত্র দুই বছর বয়সেই তার বৃদ্ধি থেমে যায়। জুনরের বাবা রেনালদো বলেন, ‘ছেলের চিকিৎসার জন্য অনেক চিকিৎসক দেখিয়েছি। কিন্তু ফল হয়নি।’ জুনরে চার ভাই-বোনোর মধ্যে সবার বড়। সে ঠিকমতো হাঁটতে পারে না। বেশি সময় দাঁড়িয়ে থাকলে মেরুদ-ে ব্যথা অনুভব করে। তার প্রিয় খাবার মাংস। টিভিতে যুদ্ধের ছবি দেখে সে খুবই আনন্দ পায়। (সূত্র: বিডি নিউজ টুইন্টিফোর ডটকম)
৬ জুন, ২০১১
আজম খান: ১৯৫০-২০১১
বাংলাদেশে পপ ও ব্যান্ড সঙ্গীতের গুরু আজম খান আমাদের ছেড়ে চলে গেছেন চিরতরে। রেখে গেছেন তার সংগ্রামী জীবনের অনন্য কীর্তি। স্বাধীনতা সংগ্রামের এই বীর সেনানীকে হারিয়ে শোকাহত আজ সমগ্র জাতি। আজম খানের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে রেললাইনের ঐ বস্তিতে, ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল, এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না, অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছো, চুপ চুপ চুপ অনামিকা চুপ, আসি আসি বলে তুমি, আমি যারে চাই রে, হাইকোর্টের মাজারে প্রভৃতি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একজন বীরযোদ্ধা ছিলেন আজম খান। আগরতলা থেকে ট্রেনিং নিয়ে ঢাকা উত্তর অঞ্চলের গেরিলা যুদ্ধে তিনি অংশ নেন। মুক্তিযুদ্ধের একপর্যায়ে ঢাকা উত্তরের সেকশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এক জীবনে আজম খান
আজম খান জন্ম জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে। তার আসল নাম মাহবুবুল হক খান । বাবার নাম আফতাবউদ্দিন আহমেদ, মা জোবেদা খাতুন । বাবা সরকারী চাকরি করতেন, পাশাপাশি ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার। চার ভাই তিন বোনের মধ্যে আজম খান ছিলেন তৃতীয়। আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলের শিশুশ্রেণীতে ১৯৫৫ সালে তার পড়ালেখায় হাতেখড়ি। পরের বছর তার বাবা কমলাপুরে বাড়ি নির্মাণ করেন। সপরিবারে তারা চলে আসেন কমলাপুর। ১৯৫৬ সালে তিনি ভর্তি হন কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলের প্রাইমারিতে। ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৬৮ সালে বাণিজ্য বিভাগে এসএসসি পাস করেন। ১৯৭০ সালে টিঅ্যান্ডটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় পড়ালেখায় আর অগ্রসর হতে পারেন নি। মুক্তিযুদ্ধ শেষে আজম খান স্বাধীন বাংলাদেশে গান গাওয়াকেই পেশা হিসেবে গ্রহণ করেন। বাংলাদেশ টেলিভিশনে ১৯৭২ সালে প্রথম কনসার্টে অংশ নেন। ১৯৭৩ সালে গঠন করেন ব্যান্ডদল উচ্চারণ। পপসঙ্গীতে তিনি তৈরি করেন ক্রেজ। ১৯৮১ সালে ৩১ বছর বয়সে আজম খান ঢাকার মাদারটেকে বিয়ে করেন। স্ত্রীর নাম সাহেদা বেগম। আজম খানের দুই মেয়ে ইমা খান ও অরনী খান এবং এক ছেলে হৃদয় খান। স্ত্রীর অকাল মৃত্যুর পর আজম খান একাকী জীবনযাপন করছিলেন।
এক জীবনে আজম খান
আজম খান জন্ম জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে। তার আসল নাম মাহবুবুল হক খান । বাবার নাম আফতাবউদ্দিন আহমেদ, মা জোবেদা খাতুন । বাবা সরকারী চাকরি করতেন, পাশাপাশি ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার। চার ভাই তিন বোনের মধ্যে আজম খান ছিলেন তৃতীয়। আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলের শিশুশ্রেণীতে ১৯৫৫ সালে তার পড়ালেখায় হাতেখড়ি। পরের বছর তার বাবা কমলাপুরে বাড়ি নির্মাণ করেন। সপরিবারে তারা চলে আসেন কমলাপুর। ১৯৫৬ সালে তিনি ভর্তি হন কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলের প্রাইমারিতে। ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৬৮ সালে বাণিজ্য বিভাগে এসএসসি পাস করেন। ১৯৭০ সালে টিঅ্যান্ডটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় পড়ালেখায় আর অগ্রসর হতে পারেন নি। মুক্তিযুদ্ধ শেষে আজম খান স্বাধীন বাংলাদেশে গান গাওয়াকেই পেশা হিসেবে গ্রহণ করেন। বাংলাদেশ টেলিভিশনে ১৯৭২ সালে প্রথম কনসার্টে অংশ নেন। ১৯৭৩ সালে গঠন করেন ব্যান্ডদল উচ্চারণ। পপসঙ্গীতে তিনি তৈরি করেন ক্রেজ। ১৯৮১ সালে ৩১ বছর বয়সে আজম খান ঢাকার মাদারটেকে বিয়ে করেন। স্ত্রীর নাম সাহেদা বেগম। আজম খানের দুই মেয়ে ইমা খান ও অরনী খান এবং এক ছেলে হৃদয় খান। স্ত্রীর অকাল মৃত্যুর পর আজম খান একাকী জীবনযাপন করছিলেন।
৫ জুন, ২০১১
হরতালের যত খবর
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ও সমমনা দলগুলো।
১। মাঠে নেই বিএনপি: স্বত:স্ফূর্ত হরতাল চলছে
২। গাইবান্ধায় হরতালে ৪টি গাড়ি ভাঙচুর: জামায়াতের মিছিল ছত্রভঙ্গ
৩। মালিবাগ, রামপুরায় যানবাহন কম জনজীবন স্বাভাবিক
৪। বেনাপোল-আখাউড়া ও হিলি স্থলবন্দরে হরতালের উত্তাপ নেই
৫। বিএনপি কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণ, পুলিশ আহত
৬। মতিঝিলে জামায়াতের মিছিল পণ্ড, আটক ২
৭। যাত্রাবাড়ীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা
৮। হরতালে চট্টগ্রাম
৯। এ মুহূর্তে পাঠানো রাজধানীর হরতালের ছবি
১০। রাজশাহীতে শান্তিপূর্ণ হরতাল চলছে
১১। হরতালে ফার্মগেট শান্ত
১২। সদরঘাটে যাত্রী নেই
১৩। বিএনপি কার্যালয় অবরুদ্ধ, ককটেল বিস্ফোরণ
১৪। আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পুলিশের ওপর গুলি: টুকু
১৫। হরতালের মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জে যথাসময়ে লেনদেন শুরু
১৬। পুলিশি বাধায় জামায়াতের মিছিল পণ্ড, ২ শিবির কর্মী আটক
১৭। নোয়াখালীতে পুলিশ-হরতালকারী সংঘর্ষ, আহত ১০
১৮। বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত ১০, আটক ৯
১৯। শ্রীপুরে পুলিশের লাঠিচার্জে আহত ৮, আটক ৭
২০। মানিকগঞ্জে হরতাল চলছে: ছাত্রদল নেতা আটক
২১। রাজধানীতে ১৭ যানে আগুন
২২। ফুটপাতেও দাঁড়াতে দিচ্ছে না পুলিশ: ফখরুল
২৩। টানা আন্দোলনের হুমকি খালেদার
(বিভিন্ন অনলাইন পত্রিকার লিংক থেকে)
১। মাঠে নেই বিএনপি: স্বত:স্ফূর্ত হরতাল চলছে
২। গাইবান্ধায় হরতালে ৪টি গাড়ি ভাঙচুর: জামায়াতের মিছিল ছত্রভঙ্গ
৩। মালিবাগ, রামপুরায় যানবাহন কম জনজীবন স্বাভাবিক
৪। বেনাপোল-আখাউড়া ও হিলি স্থলবন্দরে হরতালের উত্তাপ নেই
৫। বিএনপি কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণ, পুলিশ আহত
৬। মতিঝিলে জামায়াতের মিছিল পণ্ড, আটক ২
৭। যাত্রাবাড়ীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা
৮। হরতালে চট্টগ্রাম
৯। এ মুহূর্তে পাঠানো রাজধানীর হরতালের ছবি
১০। রাজশাহীতে শান্তিপূর্ণ হরতাল চলছে
১১। হরতালে ফার্মগেট শান্ত
১২। সদরঘাটে যাত্রী নেই
১৩। বিএনপি কার্যালয় অবরুদ্ধ, ককটেল বিস্ফোরণ
১৪। আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পুলিশের ওপর গুলি: টুকু
১৫। হরতালের মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জে যথাসময়ে লেনদেন শুরু
১৬। পুলিশি বাধায় জামায়াতের মিছিল পণ্ড, ২ শিবির কর্মী আটক
১৭। নোয়াখালীতে পুলিশ-হরতালকারী সংঘর্ষ, আহত ১০
১৮। বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত ১০, আটক ৯
১৯। শ্রীপুরে পুলিশের লাঠিচার্জে আহত ৮, আটক ৭
২০। মানিকগঞ্জে হরতাল চলছে: ছাত্রদল নেতা আটক
২১। রাজধানীতে ১৭ যানে আগুন
২২। ফুটপাতেও দাঁড়াতে দিচ্ছে না পুলিশ: ফখরুল
২৩। টানা আন্দোলনের হুমকি খালেদার
(বিভিন্ন অনলাইন পত্রিকার লিংক থেকে)
চলে গেলেন পপসম্রাট আজম খান
পপসম্রাট আজম খান আর নেই। রোববার সকাল সোয়া ১০ টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ২৭ মার্চ থেকে লাইফ সাপোর্টে থাকা আজম খানকে রোববার সকালে মৃত ঘোষণা করেন সিএমএইচ-এর চিকিৎসকরা। হাসপাতাল ও আজম খানের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কিংবদন্তীর পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
৪ জুন, ২০১১
প্রধানমন্ত্রীর সাথে দুই কন্যা রুনা ও রত্নার সাক্ষাৎ
নিমতলী ট্যাজেডির এক বছর পূর্ন হওয়ার দিন শুক্রবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর দুই কন্যা রুনা ও রত্না। রাতে তারা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রুনার স্বামী জামিল ও তার ছোট ভাই ফয়সাল এবং রত্নার স্বামী সুমন সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তার দুই কন্যাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর আরেক কন্য আসমা সাক্ষাৎ করতে আসতে পারেননি বলে জানা গেছে। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে রুনা, রত্না ও আসমার স্বজনরা নিহত হন। ট্রাজেডির দিন তাদের পান-চিনি হওয়ার কথা ছিলো। বিউটি পার্লারে থাকার কারনে তারা সেদিন প্রাণে বেচে যায়। নিমতলির ট্রাজেডির কদিন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মেয়ে হিসেবে ঘোষণা দিয়ে তার তত্ত্বাবধানে গণভবনে রুনা-রত্না ও আসমার বিয়ে দেন। (সূত্র: অনলাইন)
৩ জুন, ২০১১
নিমতলী ট্রাজেডীর পূর্ণ হল একবছর
আজ ৩ জুন। নিমতলী ট্রাজেডীর পূর্ণ হল একবছর। ২০১০ সালের ৩ জুন নিমতলীর ৪৩ নম্বর বাড়ির ৫ তলা ভবনের নিচতলার একটি কেমিক্যাল গোডাউন থেকে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই আগুনে আরও ছয়টি ভবন ভস্মীভূত হয়। ভয়াবহ ওই আগুনে জীবন্ত দগ্ধ হয় ১২৭ জন মানুষ । আহত হন প্রায় দেড় শতাধিক লোক। ওই রাতে ভবনের তৃতীয় তলায় চলছিল রুনা-রত্নার পানচিনি অনুষ্ঠান। রুনা-রত্না পার্লারে অবস্থানের কারণে বেঁচে যায়। তারা কিন্তু মারা যান তাদের বিয়েতে আসা সব স্বজনরা। মোট ৭৩টি পরিবারের ওই রাতের বর্ণনা খুবই মর্মস্পর্শী। স্মরণকালের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর রাষ্ট্রীয় শোক পালন করা হয় নিহতদের স্মরণে।(সূত্র: অনলাইন)
২ জুন, ২০১১
স্কয়ার হাসপাতাল থেকে সিএমএইচে পপসম্রাট আজম খান
পপসম্রাট আজম খানকে স্কয়ার হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নেওয়া হয়েছে। বুধবার রাতে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সিএমএইচে নেওয়া হয়। বুধবার দুপুরে রাষ্ট্রপতি জিল্লুর রহমার পপ সম্রাটকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। এ সময় আজম খানের ভক্তকুল্ও তার পরিবারের পক্ষ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার অনুরোধ করেন রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাদের এ অনুরোধ রক্ষার আশ্বাস দেন। পরে রাষ্ট্রপতির ইচ্ছায়ই আজম খানকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গত ২৭ মে থেকে পপসম্রাট আজম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।(সূত্র: অনলাইন)
একই সাথে তিন কন্যা
মঙ্গরবার রাতে লালমনিরহাট সদর হাসপাতালে পৌর এলাকার বত্রিশ হাজারি এলাকার জরিনা বেগম (৩০) নামের এক মহিলা ৩টি কন্যা সন্তারের জন্ম দিয়েছে। লালমনিরহাট সদর হাসপাতাল সূত্র জানায়, ডাক্তার গৌতম রায় পরীক্ষা নিরীক্ষা করে সিজার অপারেশনের মাধ্যমে পরপর ৩টি কন্যা সন্তান জন্ম দেয়। বর্তমানে প্রসুতী মা ও ৩ কন্যা সম্পুর্ন সুস্থ্য রয়েছে। জরিনা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক জানান তাদের ৫ বছরের জিবন নামের একটি পুত্র সন্তান রয়েছে। ৩ কন্যা সন্তানকে দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় জমায়। (সূত্র: অনলাইন)
পৃথিবীর মাটি স্পর্শ করলো 'এন্ডেভার'
বুধবার গ্রিনীচ মান সময় ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের মাটি ছুঁয়েছে এন্ডেভার। মার্কিন মহাকাশ ফেরি 'এন্ডেভার' ১৬ দিন পর পৃথিবীর মাটি স্পর্শ করলো। এটাই এন্ডেভার এর শেষ ফেরা। আর কখনো মহাকাশে পাঠানো হবে না এন্ডেভারকে। এখন 'এন্ডেভার'কে পাঠিয়ে দেয়া হবে জাদুঘরে। এইবার 'এন্ডেভার' এর নভোচারীরা আইএসএস- এতে 'আলফা-ম্যাগনেটিক স্পেকট্রোমিটার-২' স্থাপন করেছে। আলফা-ম্যাগনেটিক স্পেকট্রোমিটার-২' মহাজগতের উৎস সম্পর্কে গবেষণা করতে বিজ্ঞানীদের সহায়তা করবে। এন্ডেভার- এ এবার যাত্রী ছিলো মোট ছয়জন । এর মধ্যে পাঁচজন মার্কিন ও একজন ইটালির। এই দলের নেতৃত্ব দেন মার্ক কেলি। এ বছরের শুরুর দিকে আরেক নভোখেয়া 'ডিসকভারি'ও মহাকাশে তার শেষ যাত্রা করে আসে। আর এন্ডেভার'র পর অপর একটি ফেরি 'অ্যাটলান্টিস' শেষবারের মতো মহাকাশে যাবে ৪ জুলাই। এর মাধ্যমেই শেষ হয়ে যাবে ৩০ বছর ধরে চলে আসা 'শাটল' কর্মসূচি। (সূত্র: অনলাইন)
১ জুন, ২০১১
'সমকাল' সপ্তম বর্ষে
সমকাল পত্রিকা সপ্তমবর্ষে পা রেখেছে মঙ্গলবার। ২০০৫ সালে 'অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস' শ্লোগানকে বুকে ধরে যাত্রা শুরু করে, এগিয়ে যাচ্ছে এখনও। ছয় বছর ধরে পথ চলছে সমকাল। এখনও সমকালের রয়েছে হাজারো শুভাকাঙ্ক্ষী। সমকাল তার শুভাকাঙ্ক্ষীদের কাছে চিরকৃতজ্ঞতার কথা জানিয়েছে। সমকালের এই অগ্রযাত্রায় শুভেচ্ছা শুভ কামনা।
সম্পাদক
কিংবদন্তী।
সম্পাদক
কিংবদন্তী।
৫ জুন হরতাল
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৫ জুন (রোববার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। একই ইস্যুতে একই দিন হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন। অপরদিকে মগবাজার কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম হরতালের ঘোষণা দেন। (সূত্র: অনলাইন)
আজম খানের পাশে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ বেলা সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন পপসম্রাট আজম খানকে দেখতে গিয়েছিলেন। এ সময় রাষ্ট্রপতি তার চিকিৎসার খোঁজ খবর নেন। আজম খানের মেয়ে ইমা খান তার পরিবারের পক্ষ থেকে আজম খানকে ঢাকা সিএমএইচে নেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি সর্বাত্মক সযোগিতার আশ্বাস দিয়েছেন।(সূত্র: অনলাইন)
আমি এই পৃথিবীতে এসেছি কেবল গানের জন্যে: লতা মুঙ্গেশকর
৮১ বছর বয়সী খ্যাতিমান গায়িকা লতা মুঙ্গেশকর সম্প্রতি জানিয়েছেন তিনি এখনই গান থেকে অবসরে যাবার কথা ভাবছেন না। বলিউডের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত তার গান থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তে হতাশ হয়েছিল তার অগুনতি ভক্ত-শ্রোতারা। লতা তাদের আশ্বস্ত করে জানিয়েছেন ওই পত্রিকাগুলো নিছক গুজব ছড়িয়েছে। এ পর্যন্ত সহস্রাধিক ছবিতে প্লেব্যাক করেছেন তিনি, গেয়েছেন ৩৬টি আঞ্চলিক ভাষার গান। শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরে তিনি গান থেকে দূরে আছেন। নয়াদিল্লির ‘ডিএনএ’ মিডিয়ার একটি সংবাদে জানানো হয়, যে জনপ্রিয় এই গায়িকা সঙ্গীতজগত থেকে অবসরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে লতা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি অবসরে যাবার কোনো সিদ্ধান্তই নেইনি। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি এই পৃথিবীতে এসেছি কেবল গানের জন্যে এবং আমার শেষ নিশ্বাস এর আগ পর্যন্ত আমি গান করে যাব’। (সূত্র: অনলাইন)
জট খোলেনি নেপালের রাজপরিবারের হত্যাকাণ্ডের
নেপালের রাজপরিবারের হত্যাকাণ্ডের দশ বছর পূর্ণ হল আজ ১ জুন। সে দিনের ওই ভয়াবহ ঘটনায় যুবরাজ দীপেন্দ্রের হাতে রাজপরিবারের ৯ সদস্য নিহত হয়। যার কারণ এখনো রহস্যে ঘেরা। বহু নেপালি মনে করেন, তারা কখনোই সত্য জানতে পারবেন না। তাদের ধারণা, প্রাসাদ ষড়যন্ত্রের কারণেই প্রাণ দিতে হয় জনপ্রিয় রাজা বীরেন্দ্রকে। কাঠমাণ্ডুতে ২০০১ সালের ওই রাতে মাদকাসক্ত ও মদ্যপ যুবরাজ দীপেন্দ্রের হাতে থাকা স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তার মা-বাবা, ভাই-বোনসহ আরো পাঁচ আত্মীয় নিহত হয়। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন। বলা হয়ে থাকে, পছন্দের মানুষকে বিয়ের ব্যাপারে রানী আপত্তি করায় ৩১ বছর বয়সী দীপেন্দ্র ক্ষিপ্ত হয়ে ওঠেন। যার ফলাফল ওই হত্যাযজ্ঞ। তবে এত বড় রক্তক্ষয়ের এত সরল সমীকরন মেনে নিতে নারাজ নেপালিরা। ফলে ১০ বছর ধরে বারবারই ঘুরে ফিরে আসছে ষড়যন্ত্রের কথা। দেশটিতে রাজাকে দেখা হয় হিন্দু দেবতা বিষ্ণুর পুনর্জন্মের রূপ হিসেবে। রাজপ্রাসাদের সাবেক সেনা সচিব বিবেক কুমার শাহ বলেন, 'হত্যাকাণ্ডের পর সরকার যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল তাতে শুধু কী ঘটেছিল এবং কীভাবে ঘটেছিল তার বিবরণ দেওয়া হয়। কেন ঘটেছিল সে ব্যাপারে এতে কিছুই জানানো হয়নি।' তিনি জানান, ভেতর-বাইরের কিছু শক্তি যুবরাজকে প্রভাবিত করে থাকতে পারে। তবে এ প্রসঙ্গে তিনি বিস্তারিত কিছুই বলেননি। 'সেসময় রাজতন্ত্রের অবসানের ব্যাপারে আগ্রহী বেশ কিছু গোষ্ঠি ছিল।' এই হত্যাকাণ্ডের সঙ্গে অবশ্য শুরু থেকেই রাজা বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র জড়িত বলে গুজব ছিল। জ্ঞানেন্দ্র পরবর্তীতে সিংহাসনে আসীন হন। যদিও ভাইয়ের মত জনপ্রিয়তা তার কপালে জুটেনি। বরং নানান বিতর্কিত সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের বিরাগভাজন হন তিনি। তার সময়েই রাজতন্ত্রেরও অবসান হয়। হত্যাকাণ্ডের সময় জ্ঞানেন্দ্র কাঠমাণ্ডুতে ছিলেন না। নেপালের সাপ্তাহিক 'জনআস্থা'র সম্পাদক কিশোর শ্রেষ্ঠ বলেন, 'দুঃখ-ভারাক্রান্ত মানুষ জ্ঞানেন্দ্র ষড়যন্ত্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধরে নেয়।' ফলে সিংহাসনে বসার আগে থেকেই তার ব্যাপারে জনগনের মনোভাব খুব একটা ইতিবাচক ছিল না। এরপর ২০০৫ সালে তিনি সরকারকে বরখাস্ত করলে মানুষ তার ব্যাপারে আরো বিরূপ হয়ে ওঠে। সাংবাদিক যুবরাজ ঘিমিরে জ্ঞানেন্দ্রর সরকার বরখাস্তের সিদ্ধান্ত সম্পর্কে বলেন, 'ঐতিহ্যগতভাবে রাজাদের প্রতি সাধারণ মানুষের যে সম্মান তা চলে যায় ওই সিদ্ধান্তের কারণে।' তার সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন মাওবাদি বিদ্রোহীরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনে নামে। এই আন্দোলনেই কারণে নেপালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে। সিংহাসন ছাড়তে বাধ্য হন জ্ঞানেন্দ্র। বহু নেপালি তখন রাজা ও তার উচ্ছৃংখল ছেলে পরশের বিদায়ে হাপ ছেড়েছিলেন। যদিও তাদের গণতন্ত্রের স্বপ্ন আজো সুদূরপরাহত। নতুন সংবিধান প্রণয়ন নিয়ে তাদের রাজনৈতিক জটিলতা চরম আকার ধারণ করেছে। (সূত্র : এএফপি, প্রকাশিত: কালের কন্ঠ)
জাপানে ভারী বর্ষন: তেজস্ক্রিয় পানির পরিমান বৃদ্ধি
ভারী বর্ষনের ফলে ফুকুশিমা দাইইচি আণবিক বিদ্যুত কেন্দ্রে তেজস্ক্রিয় পানির পরিমান বিপুল পরিমানে বৃদ্ধি পেয়েছে। তেজস্ক্রিয় পানি ইতিমধ্যে ভূগর্ভস্থ টারবাইন এবং চুল্লী ভবনকে প্লাবিত করেছে। আগে থেকেই শীতল করার পানি থাকাতে পরিস্থিতির সহজেই অবনতি ঘটে। টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে ক্ষতিগ্রস্থ চুল্লী ভবলগুলোতে মঙ্গলবার পানির স্তর দ্রুত বৃদ্ধি পায়। ১নং চুল্লী ভবনের ভূগর্ভস্থ কক্ষে তেজস্ক্রিয় পানি মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বেড়েছে ৩৭.৬ সেন্টিমিটার। ২নং চুল্লীর ভূগর্ভস্থ টানেলে তেজস্ক্রিয় পানির স্তর বেড়েছে ৮.৬ সেন্টিমিটার। টানেলের ভেতর দিয়ে প্রবাহিত পানি এখন ভূস্তর থেকে মাত্র ৩৯ সেন্টিমিটার নীচে রয়েছে। টেপকো জরুরী ভিত্তিতে সমস্ত উন্মুক্ত পথগুলো বন্ধ করছে। টেপকোর তেজস্ক্রিয় পানি পরিশোধন এবং শীতলীকরন পানি পুনর্ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এই সিস্টেম জুলাইয়ের আগে বসানো সম্ভব হচ্ছেনা। বৃষ্টির পানি কী করে চুঁইয়ে চুল্লীর ভেতরে পড়া ঠেকানো যায় টেপকো তা পর্যালোচনা করছে। তারা বৃষ্টির ফলে বৃদ্ধি পাওয়া তেজস্ক্রিয় পানিকে দ্রুত সংরক্ষনের জন্য নতুন একটি স্টোরেজের কথাও বিবেচনা করছে। (সূত্র: কমিউনিটি অনলাইন, জাপান )
লিবিয়ায় ন্যাটোর বিমান হামলায় ৭'শরও বেশী বেসামরিক মানুষ নিহত
গত তিন মাসে লিবিয়ায় ন্যাটোর বিমান হামলায় ৭'শরও বেশী বেসামরিক মানুষ মারা গেছে বলে দাবি করেছে দেশটির সরকার। ন্যাটো এ অভিযোগের কথা অস্বীকার করেছে। লিবিয়া সরকারের এক মুখপাত্র মঙ্গলবার জানান, ন্যাটোর হামলায় ৭'শরও বেশী বেসামরিক মানুষ এ পর্যন্ত নিহত ও আরো ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এ অভিযোগ সম্পর্কে ন্যাটো বলেছে, এটি সম্পূর্ণ মিথ্যাচার। ন্যাটো দাবি করেছে তারা বিমান হামলা চালিয়েছে সাধারণ জনগণকে গাদ্দাফি বাহিনীর হাত থেকে বাঁচাতে। এদিকে লিবিয়ার প্র্রেসিডেন্ট গাদ্দাফি তার পদত্যাগ না করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। (সূত্র: অনলাইন)
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)